অধিনায়ক হলেই কেন বেশি রান করেন শান্ত?
খেলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ২০:২৭
শ্রীলঙ্কা সিরিজের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে আয়ারল্যান্ড সিরিজে তার হাতেই নেতৃত্বে তুলে দিয়েছে বিসিবি। অধিনায়কত্বে ফিরে এসেই যেন আরও তেজি হয়ে ওঠেছেন এই ব্যাটার। সিলেট টেস্টের প্রথম ইনিংসে খেললেন দারুণ এক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে এটি তার চতুর্থ টেস্ট সেঞ্চুরি।
এতেই প্রশ্ন দাঁড়ায়—অধিনায়ক হলেই শান্ত এত ভালো খেলেন কেন? সিলেটে দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে জবাবটা দিলেন শান্ত নিজেই। তিনি বলেন, ‘ব্যাট করতে নামলে আমি কখনোই নিজেকে অধিনায়ক ভাবি না। আমি শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে চাই। কীভাবে একজন ব্যাটার হিসেবে অবদান রাখতে পারি—সেটাই আমার আসল ফোকাস।’
অর্থাৎ ব্যাট হাতে নেতৃত্বের বাড়তি চাপ তাকে স্পর্শই করে না। দায়িত্বটা তখন শুরু হয় ফিল্ডিংয়ে দাঁড়ালে। তার ভাষায়, ‘ফিল্ডিংয়ে থাকলে অবশ্যই ক্যাপ্টেন হিসেবে আমার যেসব দায়িত্ব থাকে, সেগুলো পালন করার চেষ্টা করি। কিন্তু ব্যাটিংয়ে সব ভুলে গিয়ে কেবল ব্যাটসম্যানই থাকি।’
অধিনায়কত্ব হারানো সময়টাও শান্ত ব্যবহার করেছেন নিজের মতো করে—‘শুরুর দিকে কঠিন ছিল। পরে রিল্যাক্স হয়ে নিজের ও পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজের দক্ষতা, মানসিকতা নিয়েও কাজ করেছি। আসলে সময়টা ভালোই কেটেছে।’
এমআই