Advertisement
Us Bangla Airlines
শান্তকে অধিনায়ক হতে যেভাবে রাজি করাল বিসিবি

শান্তকে অধিনায়ক হতে যেভাবে রাজি করাল বিসিবি

খেলা ডেস্ক

০৩ নভেম্বর ২০২৫, ১৭:৩৭

বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে আবারও দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। অথচ কিছুদিন আগেও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি আর নেতৃত্ব দিতে চান না। তাহলে কীভাবে মত বদলালেন দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক? এর পেছনে আছেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন শান্তকে নেতৃত্বে ফেরার অনুরোধ জানান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুজনের বৈঠক চলে প্রায় ৪০ মিনিট, তবে তখনও রাজি হননি শান্ত।

কারণ ছিল মানসিক। শান্ত মনে করেছিলেন, আবার নেতৃত্বে ফিরলে সেটি জনমনে ‘সুযোগসন্ধানী’ সিদ্ধান্ত হিসেবে দেখা যেতে পারে। বিশেষ করে তিনি জানেন, সরল ও খোলামেলা বক্তব্যের জন্য অনেক সময়ই মিডিয়ার সমালোচনার মুখে পড়েন।

তবু পরিসংখ্যান বলে, শান্তই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তাঁর নেতৃত্বে ১৪ টেস্টে ৪ জয়, ১ ড্র এবং ৯ হার; জয় শতাংশ ২৮.৫৭। যা সাকিব আল হাসানের ২১.০৫ ও মুশফিকুর রহিমের ২০.৫৮ শতাংশ জয় হারের চেয়েও বেশি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ শেষে তিনি হঠাৎই পদত্যাগ করেছিলেন, চলতি বছরের ২৮ জুন।

এরপর গত ২৮ অক্টোবর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জরুরি বৈঠক ডাকেন রাজধানীর ওয়েস্টিন হোটেলে। বৈঠকে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট (জুমে যোগ দেন) ও নাজমুল আবেদিন ফাহিম। আলোচ্য বিষয় ছিল, আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগে টেস্ট অধিনায়ক কে হবেন?

বৈঠকে জানা যায়, শান্ত আগেই বিসিবির অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। তখন ফারুক বলেন, ‘আমাকে ২৪ ঘণ্টা সময় দিন, আমি চেষ্টা করব ওর মন পরিবর্তন করাতে।’ ঠিক সেটিই ঘটে পরদিন। বিসিবির ছায়া কমিটির কয়েকজন সদস্য শান্তর সঙ্গে যোগাযোগ করেন, তবে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ফারুক আহমেদ নিজে। 

বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘ফারুক ভাই শান্তকে বড় ছবি দেখিয়েছেন। বলেছিলেন, অতীত ভুলে সামনে তাকাও। তিনি নিজেও একসময় সমালোচনার মুখে বোর্ডের বাইরে ছিলেন, কিন্তু এখন আবার ফিরে এসে ক্রিকেটের জন্য কাজ করছেন। সেটাই শান্তকে অনুপ্রাণিত করেছে।’

শান্তর অধিনায়কত্ব ছাড়ার পেছনে ক্ষোভও ছিল। শ্রীলঙ্কা সফরের আগে হঠাৎই তাকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। সে সময় বোর্ডে ছিলেন না ফারুক আহমেদ। তবে বিসিবিতে ফিরে আবারও ক্রিকেটারদের অভিমানে জল ঢাললেন ফারুক।

এমআই