Advertisement
Us Bangla Airlines
কতদিন মাঠের বাইরে থাকবেন সোহান-শরিফুল?

কতদিন মাঠের বাইরে থাকবেন সোহান-শরিফুল?

খেলা ডেস্ক

০৩ নভেম্বর ২০২৫, ১৮:৩০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোটের ধাক্কা খেয়েছেন বাংলাদেশ। ইনজুরিতে ছিটকে পড়েছেন দুই ক্রিকেটার নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। তবে স্বস্তির খবর, দুজনেরই ইনজুরি গুরুতর নয়।  তাতে কিছু সময় মাঠের বাইরে থাকবেন তারা।

শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে আঘাত পান উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। চোটের কারণে তাঁকে কিছু সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি, তবে লিগামেন্টে আঘাত পেয়েছেন তিনি। 

আজ চিকিৎসকের ফলো-আপ শেষে নিশ্চিত করা হয়েছে, অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে। অর্থাৎ সোহান ডিসেম্বরের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। চিকিৎসকরা আশাবাদী, সময়মতো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এই উইকেটকিপার ব্যাটার।

অন্যদিকে শেষ ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন পেসার শরিফুল ইসলাম। তাঁর ইনজুরি গ্রেড ওয়ান টাইপের, যা অপেক্ষাকৃত হালকা ধরণের বলে জানিয়েছেন দলের ফিজিও। ফলে দুই সপ্তাহ বিশ্রামেই সেরে ওঠার সম্ভাবনা রয়েছে তাঁর।

সবকিছু ঠিকঠাক থাকলে শরিফুলও আয়ারল্যান্ড সিরিজ দিয়েই ফিরবেন মাঠে। বিসিবির মেডিকেল বিভাগ জানায়, ‘দুজনকেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো চললে আয়ারল্যান্ড সিরিজে তাদের পাওয়া যাবে।’

এমআই