Advertisement
Us Bangla Airlines
স্ট্রেচারে মাঠ ছাড়া সোহান এখন কেমন আছেন?

স্ট্রেচারে মাঠ ছাড়া সোহান এখন কেমন আছেন?

খেলা ডেস্ক

০১ নভেম্বর ২০২৫, ১৪:৪১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাই মোটেও ভালো যায়নি নুরুল হাসান সোহানের। ব্যাট হাতে এক রানে আউট হওয়ার পর ফিল্ডিং নেমেও পড়েছেন ইনজুরিতে। ক্যারিবিয়ান ইনিংসে দশ ওভারের বিরতির পর হঠাৎ গোড়ালিতে ব্যথা পেয়ে কুঁকড়ে যান এই উইকেটকিপার-ব্যাটার। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

চোট পাওয়ার পর সাথে সাথেই তাকে চট্টগ্রামের এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাতেই করা হয় এক্স-রে। গতকাল বিসিবি জানিয়েছিল, একদিন পরে এক্স-রে রিপোর্ট পাওয়া যাবে। বর্তমানে সেই রিপোর্ট এখন বিসিবির হাতে, আর খবরটা মোটামুটি আশাব্যঞ্জক। সোহানের গোড়ালিতে আপাতত কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ‘এক্স-রে রিপোর্টে ভাঙনের কোনো চিহ্ন নেই। তবে নিশ্চিত হতে আজ (শুক্রবার) ঢাকায় আরও কিছু পরীক্ষা করা হবে।’

তবে ফ্র্যাকচার না থাকলেও চোটটা একেবারে হালকা নয়। চিকিৎসকদের ধারণা, গোড়ালির এই ইনজুরি থেকে সেরে উঠতে সোহানের সময় লাগতে পারে বেশ কিছুদিন। ফলে সামনে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

চোটের ধাক্কা সামলে কবে আবার উইকেটের পেছনে দাঁড়াতে পারবেন সোহান—এখন সেটিই অপেক্ষার বিষয়।

এমআই