
২৪২ কোটি টাকা লোকসান গুনলো বার্সেলোনা
খেলা ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ২১:৫৩
তিনটি শিরোপা জয়ের পরও আর্থিক দিক থেকে সুখকর সময় পার করছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০২৩-২৪ মৌসুমে লাভের মুখ দেখলেও সদ্য সমাপ্ত মৌসুমে কাতালান ক্লাবটির নিট লোকসান হয়েছে ১ কোটি ৭০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি টাকা।
রোববার (১৯ অক্টোবর) ক্লাবের সাধারণ সভায় এই তথ্য জানান বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি বলেন, মাঠে সফলতা থাকলেও আর্থিক দিক থেকে বেশ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ক্লাবটি। রাজস্বের পরিমাণ ভালো হলেও ব্যয় বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হয়েছে।
গত মৌসুমে ক্লাবের মোট রাজস্ব ছিল প্রায় ৯৯ কোটি ৪০ লাখ ইউরো। তবে খেলোয়াড়দের বেতন বাবদ ব্যয় বেড়ে যাওয়ায় ব্যালান্স রক্ষা করা সম্ভব হয়নি। আগে বার্সেলোনা খেলোয়াড়দের বেতনে খরচ করত ৫১ কোটি ইউরো, যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৪০ লাখ ইউরো। এই অতিরিক্ত ব্যয়ই মূলত লোকসানের প্রধান কারণ।
তবে লাপোর্তা আশাবাদী, সামনে ভালো সময় আসবে। তাঁর ভাষায়, ‘অর্থনৈতিক দিক থেকে আমরা সব করেছি, যাতে সদস্যরাই ক্লাবের মালিক থাকেন। নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়নি আমাদের। ঘরের মাঠে না খেলেও ৯৯ কোটি ৪০ লাখ ইউরো রাজস্ব—এটা নিঃসন্দেহে বড় সাফল্য।’
তিনি আরও জানান, স্পনসরশিপ থেকে ক্লাব আয় করেছে রেকর্ড ২৫ কোটি ৯০ লাখ ইউরো, যা এসেছে আন্তর্জাতিক বাজারে ক্লাবের উপস্থিতি বাড়ানোর ফল হিসেবে। লিগ নির্ধারিত ঋণও ৯ কোটি ইউরো কমানো সম্ভব হয়েছে। লাপোর্তার ভাষায়, ‘এটাও ছোট সাফল্য নয়। আমরা ব্যয় নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
এমআই