
বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
খেলা ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১৪:৪৫
৫ ম্যাচে একমাত্র জয়ে মাত্র ২ পয়েন্ট—এটাই এখন পর্যন্ত বাংলাদেশ নারী দলের সম্বল। নিগার সুলতানাদের সামনে বাকি মাত্র দুই ম্যাচ—আজ শ্রীলঙ্কার বিপক্ষে, এরপর ২৬ অক্টোবর ভারতের বিরুদ্ধে। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে দুই ম্যাচেই জিততে হবে। একটিতে হার মানেই বিদায় নিশ্চিত।
শ্রীলঙ্কাকে আজ হারাতে পারলে পয়েন্ট দাঁড়াবে ৪, এরপর ভারতের বিপক্ষে জিতে হবে ৬। তবে ছয় পয়েন্ট পেলেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত নয়। তাকিয়ে থাকতে হবে ভারত ও নিউজিল্যান্ডের দিকেও। এই মুহূর্তে এই দুই দলেরই পয়েন্ট ৪, তারা মুখোমুখি হবে ২৪ অক্টোবর।
বাংলাদেশকে চাইবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যেই জিতুক, তারা যেন পরের ম্যাচে হারে। অর্থাৎ, ভারত যদি নিউজিল্যান্ডকে হারায়, তাহলে ২৬ অক্টোবর বাংলাদেশকে ভারতকে হারাতেই হবে। আর নিউজিল্যান্ড যদি জিতে, তাহলে ইংল্যান্ডের বিপক্ষে তাদের হার কাম্য। এভাবে তিন দলের পয়েন্টই হবে ৬।
তখন নেট রান রেট নির্ধারণ করবে কে যাবে সেমিফাইনালে। সে লড়াইয়ে এগিয়ে থাকতে হলে বাংলাদেশের চোখ থাকবে বড় ব্যবধানে জয়ের দিকেও।
২৬ অক্টোবর, বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু হবে বেলা সাড়ে তিনটায়। একই দিন সকাল সাড়ে ১১টায় মাঠে নামবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে তার আগে সব সমীকরণ বাঁচিয়ে রাখতে আজ শ্রীলঙ্কাকে হারানোই বাংলাদেশের একমাত্র পথ।
এমআই