
ক্যাচ মিসেই ম্যাচ হার, ক্যাচেই গেল সব উইকেট
খেলা ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১৮:১০
ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক ক্যাচ মিসই বদলে দিল পুরো ম্যাচের চিত্র। ব্যক্তিগত ৩৯ রানে জীবন পেয়েছিলেন হ্যারি ব্রুক, শেষ পর্যন্ত করলেন ৭৮ রান। তাঁর ব্যাট থেকেই ম্যাচের মোড় ঘুরেছে। এরপর টম ব্যান্টনও ঝড়ো ইনিংসে যোগ দিলে রানের পাহাড় গড়ে তোলে ইংল্যান্ড। সেই পাহাড় টপকাতে গিয়ে ছিটকে পড়ে নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাটিংয়ের সুযোগই পায়নি স্বাগতিকরা। তবে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী ছিল ইংলিশরা। ওপেনার ফিল সল্ট ৫৬ বলে ৮৫ রানের ইনিংসে মারেন ১১টি চার ও ১টি ছক্কা। তবে ম্যাচের মোড় ঘোরায় হ্যারি ব্রুকের ব্যাট। ৩৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৮ রান করেন তিনি।
ইনিংসের ১৩তম ওভারে ম্যাট হেনরির বলে কাট করতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছিলেন ব্রুক। জেমস নিশাম দৌড়ে এলেও নিতে পারেননি ক্যাচটি—যেখানে আউট হতে পারতেন ৩৯ রানে, সেখান থেকেই যোগ করেন আরও ৩৯ রান। ম্যাচসেরাও হন ব্রুক। ২০ ওভারে ৪ উইকেটে ইংল্যান্ড তোলে ২৩৬ রান।
জবাবে নিউজিল্যান্ড শুরুতেই হোঁচট খায়। মাত্র ১.৪ ওভারে ২ উইকেটে ১৮ রান তুলে ফেরেন টিম রবিনসন (৭) ও রাচীন রবীন্দ্র (৮)। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন টিম সাইফার্ট ও মার্ক চ্যাপম্যান। দুজনে তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ৪৮ বলে। তবে দশম ওভারের পঞ্চম বলে চ্যাপম্যানকে (২৮) ফিরিয়ে দেন আদিল রশিদ।
চ্যাপম্যানের বিদায়ের পর শুরু হয় ধস। ৮৭ থেকে ৮৪ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। ইনিংস শেষ হয় ১৮ ওভারে ১৭১ রানে। সর্বোচ্চ ৩৯ রান করেন সেইফার্ট। শেষ দিকে অধিনায়ক মিচেল স্যান্টনার কিছুটা লড়াই চালিয়ে যান। ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ১৫ বলে করেন ৩৬ রান। তবে তা শুধু হারের ব্যবধানই কমায়।
ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ৪ উইকেট নিয়ে নেতৃত্ব দেন বোলিংয়ে। ৪ ওভারে খরচ করেন ৩২ রান। ২টি করে উইকেট নেন লিয়াম ডসন, ব্রাইডন কার্স ও লুক উড। নিউজিল্যান্ডের পক্ষে কাইল জেমিসন ২ উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন ৪৭ রান। ব্রেসওয়েল ও ডাফি পান একটি করে উইকেট।
ক্যাচ মিসে ম্যাচ হারলেও ক্যাচেই সব উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩তম বারের মতো এক ইনিংসে সব ব্যাটারই ক্যাচ আউট হয়েছেন।
এমআই