Advertisement
Us Bangla Airlines
ম্যাচ হেরেও সুখবর পেলেন বাঘিনীরা

ম্যাচ হেরেও সুখবর পেলেন বাঘিনীরা

খেলা ডেস্ক

১৪ অক্টোবর ২০২৫, ১৬:২৮

প্রোটিয়াদের বিপক্ষে গতকাল জেতা ম্যাচটাই যেন হেরে বসেছে বাংলাদেশ নারী দল। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা হারে হতাশ জ্যোতিরা। তবে ম্যাচ হারলেও র‍্যাঙ্কিংয়ে এসেছে কিছুটা স্বস্তির খবর। আইসিসির সর্বশেষ হালনাগাদে ওয়ানডে ব্যাটার ও বোলারদের তালিকায় বেশ ভালো অগ্রগতি হয়েছে কয়েকজন বাংলাদেশি নারী ক্রিকেটারের।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটির সুবাদে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৭০তম স্থানে উঠে এসেছেন সোবহানা মোস্তারি। ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে ৮ চারে করেছিলেন ৬০ রান। অন্যদিকে, ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে ১৮ ধাপ উন্নতি করে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন ফাহিমা খাতুন। 

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত শুরু

অলরাউন্ডারদের তালিকাতেও তার অগ্রগতি হয়েছে বেশ। ১৫ ধাপ এগিয়ে এখন ২৭তম স্থানে অবস্থান করছেন ফাহিমা। লেগ স্পিনার রাবেয়া খান এগিয়েছেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ, এখন আছেন ১৮তম স্থানে। অলরাউন্ডার তালিকাতেও রাবেয়া দারুণ উন্নতি করেছেন। ২৩ ধাপ এগিয়ে পৌঁছেছেন ২৬ নম্বরে, তার ঠিক পরেই রয়েছেন ফাহিমা।

ব্যাটারদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং শারমিন আক্তার সুপ্তির, ৩১তম স্থানে রয়েছেন তিনি। ৭ ধাপ এগিয়েছেন অলরাউন্ডার ফাহিমা খাতুন। তবে কিছু অবনতি রয়েছে। ব্যাটারদের তালিকায় অধিনায়ক নিগার সুলতানা ও  ওপেনার ফারজানা যথাক্রমে ৯ ও ৭ ধাপ পিছিয়েছেন। 

বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ২ ধাপ পিছিয়ে নেমেছেন ১১তম স্থানে। আর পেসার মারুফা আক্তার পিছিয়েছেন ৪ ধাপ, এখন রয়েছেন ৪৫তম স্থানে।

এমআই