
ওয়ানডেতে শিগগিরই সাফল্য আসবে, বিশ্বাস তামিমের
খেলা ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ২০:৪৭
টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে শুরুটা দুঃস্বপ্নের মতোই হয়েছে বাংলাদেশের। যে ফরম্যাট এক সময় টাইগারদের শক্তির জায়গা ছিল, সেখানে এখন হোঁচট খেতে হচ্ছে নিয়মিত। তবু সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিশ্বাস, খুব শিগগিরই সফলতার পথ খুঁজে নেবে মিরাজের দল
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীতে একটি ক্যাফে উদ্বোধনে গিয়েছিলেন তামিম। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে আসে জাতীয় দলের পারফরম্যান্স প্রসঙ্গ। টি-টোয়েন্টিতে আধিপত্য দেখিয়ে জয় কুড়িয়েছে বাংলাদেশ, তাতে খুশি তামিম। তবে ওয়ানডেতে এমন ছন্নছাড়া পারফরম্যান্সে স্পষ্ট হতাশাও ঝরেছে তাঁর কণ্ঠে।
তামিম বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা ভালো অবস্থানে আছি। আমি নিশ্চিত যারা খেলছে, তাদের সক্ষমতা আছে, তারা প্রতিভাবান। যত তাড়াতাড়ি ফরম্যাট অনুযায়ী মানিয়ে নেবে, তত দ্রুত সাফল্য আসবে।’
সাবেক এই ওপেনার মনে করেন, ওয়ানডেতে টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। সেই সঙ্গে কোচিং স্টাফদেরও ভুলগুলো চিহ্নিত করে কাজ করতে হবে। তার ভাষায়, ‘ওয়ানডে এমন একটা ফরম্যাট যেখানে টপ থ্রি থেকে রান আসাটা খুব জরুরি। মিডল অর্ডারেরও অবশ্যই গুরুত্ব আছে। আমার বিশ্বাস—এই দল একটা পথ খুঁজে বের করবে।’
দলের ভেতরের আলোচনার বিষয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও কোচ ও ম্যানেজমেন্টের ওপর আস্থা রাখার কথা বলেন তামিম। ‘ওই আলোচনাগুলো আমাদের জানার কথা না। কোচদের একটা পরিকল্পনা থাকে। আমাদের বিশ্বাস রাখতে হবে, তারা সঠিক পথেই এগোচ্ছেন। আমি খুবই আশাবাদী—যারা এখন দলে আছে, তাদের মধ্যেই সেই গুণ আছে।’
শেষ ১০ ওয়ানডেতে মাত্র ১টি জয় বাংলাদেশের। একসময় যেই ফরম্যাটে দাপট দেখিয়েছে টাইগাররা, সেখানে এখন বেশ পিছিয়ে। তবে তামিমের আশা, সময়ের সঙ্গে এই দলই ঘুরে দাঁড়াবে, খুঁজে নেবে নিজেদের হারিয়ে ফেলা আত্মবিশ্বাস আর ধারাবাহিকতা।
এমআই