
বিপিএল ২০২৬: প্লেয়ার্স ড্রাফট কবে, খেলবে কত দল?
খেলা ডেস্ক
১০ অক্টোবর ২০২৫, ২১:০৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সদ্য অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পর বদলে গেছে টুর্নামেন্ট কমিটির নেতৃত্ব। নতুন দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আর সদস্য সচিব হয়েছেন ইফতেখার রহমান মিঠু।
ইতোমধ্যে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজি, যারা আগামী তিন মৌসুম বিপিএল আয়োজন করবে তারা। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এবারের বিপিএলে কয়টি দল অংশ নেবে। গুঞ্জন ছিল, দল সংখ্যা কমে যেতে পারে। এবার সেই ধারণাই সত্যি হতে চলেছে।
বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আগের মালিকানা যদি না থাকে, নতুন কেউ নিতে পারবে। ওপেন টেন্ডার দেওয়া হবে। তবে আমরা আশা করছি, বরিশালসহ সব বড় দলই থাকবে।’ তবে ফরচুন বরিশাল থাকবে কি না, এ নিয়ে রয়েছে ঘোর শঙ্কা।
এদিকে বিপিএলের নতুন সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি আরও পরিষ্কার করে বলেন, ‘আমরা ৪ দলের জন্যও প্রস্তুত ছিলাম, ৫ দলের জন্যও। তবে ৬ দলের কোনো সুযোগ নেই। সর্বোচ্চ ৫ দল নিয়েই এবারের বিপিএল হবে।’
আগামীকাল থেকেই দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি টেন্ডার। বরিশাল বা রংপুর—যেই হোক, আগ্রহী হলেই নিতে পারবে দল। সব ঠিক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। আর বিপিএল মাঠে গড়াবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।
এমআই