
সম্পত্তির পাহাড় গড়ে রোনালদোর বিশ্ব রেকর্ড
খেলা ডেস্ক
০৮ অক্টোবর ২০২৫, ২২:০১
আবারও ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে খেলার মাঠে নয়, অর্থের ঝনঝনানিতে নতুন ইতিহাস গড়লেন এই ফুটবলার। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করার পর রোনালদো হয়েছেন ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়।
ব্লুমবার্গ জানিয়েছে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা। এই প্রথম কোনো ফুটবলার স্থান পেলেন ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকায়।
নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে রোনালদো পাবেন ৪০০ মিলিয়ন ডলার। এর আগের চুক্তিতে পেয়েছিলেন ২০০ মিলিয়ন ডলার। ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্লাব ফুটবলে তার বেতন আয় ছিল ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি।
মাঠের আয়ের বাইরেও রোনালদোর আয় এসেছে বিভিন্ন বিজ্ঞাপনচুক্তি ও ব্যবসা থেকে। নাইকি, আর্মানি, ক্যাস্ট্রলসহ একাধিক গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে রয়েছে তার দীর্ঘমেয়াদি চুক্তি। এছাড়া নিজস্ব হোটেল চেইন, ফ্যাশন ও পর্যটন খাতে বিনিয়োগ এবং লিসবনে বন্ধুদের সঙ্গে যৌথ ব্যবসা রয়েছে তার।
অন্য খেলায় বিলিয়ন ডলারের ক্লাবে আগে জায়গা করে নিয়েছেন টেনিস তারকা রজার ফেদেরার এবং বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান। তবে রোনালদোই প্রথম খেলোয়াড় যিনি মূলত মাঠের পারিশ্রমিক ও ব্র্যান্ড শক্তি দিয়েই এ পর্যায়ে পৌঁছেছেন। সম্পত্তির পাহাড় গড়ে বিলিয়নিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন।
এমআই