Advertisement
Us Bangla Airlines
শেষ বলে নাটকীয় জয় পেল সাকিবের দল

শেষ বলে নাটকীয় জয় পেল সাকিবের দল

খেলা ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬

শেষ বলে ২ রানের প্রয়োজন—এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল সাকিবদের। শেরফানে রাদারফোর্ডের করা ওভারের পঞ্চম বলে আউট ইমাদ ওয়াসিম। তবে শেষ বলে ২ রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্প্রিঙ্গার।

দলের নাটকীয় জয়ের দিনে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। বল হাতে ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাটিংয়ে নেমে ১৫ বলে করেন মাত্র ১২ রান। তবে সাকিবের পারফরম্যান্স আশানুরূপ না হলেও তার দল ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে, যা তাদের প্লে-অফের আশায় উজ্জ্বল রেখেছে।

টি-টোয়েন্টির যে অবিশ্বাস্য রেকর্ডে সাকিব ছাড়া আর কেউ নেই

বার্বাডোজের মাঠ কিংসটন ওভালে আজ (শনিবার) টস হেরে আগে ফিল্ডিং নেয় সাকিবের দল অ্যান্টিগা। তাদের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী ছিল বার্বাডোজের ব্যাটিং। ১১.২ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ৯১ রান। যদিও ওপেনার কুইন্টন ডি কক অপর ওপেনার ব্রেন্ডন কিংয়ের ঝড়ের মাঝে খেলেছেন ধীরগতির ইনিংস।

৬৫ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন বার্বাডোজ রয়্যালসের ব্যাটিং ভরসা ওপেনার ব্রান্ডন কিং। পাশাপাশি কুইন্টন ডি কক ২৭ ও রাদারফোর্ড ২৯ করলে ১৮৭ রানের লড়াকু পুঁজি পায় বার্বাডোজ। সাকিব ইনিংসের ৯ম ওভারে প্রথমবার আক্রমণে এসে ১২ রান দেন। এরপরের ওভারে ৬ রান দিলেও তৃতীয় ওভারে দেন ১৫ রান। এরপর তাকে আর বোলিংয়ে আনা হয়নি।

ফ্যালকনসের জয়ে বড় ভূমিকা রাখেন ওপেনার আন্দ্রেয়াস গৌস। ৫৩ বলে ৮৫ রানে অপরাজিত থেকে ইনিংসের মূল ভিত গড়েন তিনি। অপর ওপেনার আমির জাঙ্গু করেন ২৩ রান এবং কেভিন উইকহ্যামের ব্যাট থেকে আসে ২৬ রান। বল হাতে বার্বাডোজের হয়ে ড্যানিয়েল স্যামস নেন ৩ উইকেট, খরচ করেন ২৯ রান।

ম্যাচে সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স ছিল ফিল্ডিংয়ে। বার্বাডোজের দুই ফিল্ডার ক্রিস গ্রিন ও ড্যানিয়েল স্যামস মিলে মোট ছয়টি ক্যাচ মিস করেন, যার চড়া মূল্য দিতে হয়েছে তাদের দলকে। ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে বার্বাডোজ রয়্যালস।

এমআই