
টি-টোয়েন্টির যে অবিশ্বাস্য রেকর্ডে সাকিব ছাড়া আর কেউ নেই
খেলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৫, ১২:৩৯
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের ৫০০ উইকেট ছোঁয়ার অপেক্ষাটা দীর্ঘদিনের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) দিয়েই এই রেকর্ড গড়বেন সাকিব, এই অপেক্ষা ছিল ভক্তদের। কিন্তু সেটা আসি আসি করেও যেন ধরা দিচ্ছিলো না। অবশেষে গতকাল সিপিএলে তিন উইকেট শিকার করে ৫০০ উইকেটের তালিকায় নাম লেখালেন সাকিব।
বিশ্বের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের খাতায় নাম লেখালেন তিনি। বল হাতে অন্যন্য রেকর্ড গড়ার দিনে অলরাউন্ড পারফরম্যান্সে অবিশ্বাস্য রেকর্ডে নাম লিখিয়েছেন এই টাইগার পোস্টার বয়। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে সাত হাজার রান ও ৫০০ উইকেটের মালিক সাকিব আল হাসান।
Half a thousand wickets later… Shakib is still flying high
ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটের ইতিহাসে একসাথে এত রান ও উইকেট নেওয়ার কীর্তি গড়তে পারেননি কোনো ক্রিকেটার। রেকর্ডের ভারে ইতিহাস গড়ার দিনে গতকাল ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছেন সাকিব। বল হাতে তিন উইকেট শিকারের পাশাপাশি রান তাড়ায় ১৮ বলে ২৫ রান করে দলকে জিতিয়েছেন তিনি।
আসরের প্রথম পাঁচ ম্যাচ মিলিয়ে চার ইনিংসে মাত্র ৫ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছেন সাকিব। যেখানে নিতে পারেন শুধু ১ উইকেট। তাই ক্রমেই বাড়তে থাকে ৫০০ উইকেটের অপেক্ষা। সাকিব বলেন, ‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। অনেক লম্বা ক্যারিয়ার... যা অর্জন করতে পেরেছি।’
দলের জন্য অবদান রাখার জন্য সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকেন জানিয়ে সাকিব বলেন, ‘গত কয়েক ম্যাচে আমি বেশি বোলিং করতে পারিনি। তাই কিছুটা নার্ভাস ছিলাম। পাশাপাশি খুব বেশি ওভার বোলিং না পাওয়ায় কিছুটা নেতিবাচকতাও কাজ করছিল। কারণ সাধারণত আমি আরও বেশি বোলিং করি। যখনই আমার সুযোগ আসবে, অবদান রাখার চেষ্টা করব।’
পরিবারকে কৃতিত্ব দিয়ে সাকিব আরও বলেন, ‘পরিবার সবসময়ই আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেত। তবে তিন সন্তান নিয়ে... তাদের স্কুলের কারণে কঠিন হয়ে গেছে। তাদের এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। তাই এখানে এসে থাকতে পারছে। তো এটি ভালো ব্যাপার। যখন বয়স বাড়তে থাকে, তখন পরিবার পাশে থাকলে অনেক স্বস্তি কাজ করে।’
এমআই