Advertisement
Us Bangla Airlines
সাকিবের খেলতে বাধা কোথায়, গোমর ফাঁস করলেন কোচ

সাকিবের খেলতে বাধা কোথায়, গোমর ফাঁস করলেন কোচ

খেলা ডেস্ক

৩০ জুলাই ২০২৫, ১৮:৩৭

জাতীয় দলের সব ফরম্যাট থেকে এখনো অবসর নেননি সাকিব আল হাসান। টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানালেও টেস্টের বিষয়টি এখনো ধোঁয়াশা। তবে ওয়ানডে থেকে এখনো অবসরের ঘোষণা দেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। মূলত রাজনৈতিক কারণেই জাতীয় দলে খেলা হচ্ছে না সাকিবের।

ক্রিকেটের পাশাপাশি অন্যান্য কর্মকাণ্ডে জড়িত ছিলেন সাকিব। গেল বছর আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য পদ লাভ করেছিলেন এই ক্রিকেটার। মূলত এটাই কাল হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের প্রধান পালিয়ে যাওয়ার পর বিপাকে পড়েছেন বাকি সংসদ সদস্যরা।

এশিয়া কাপে আছেন সাকিব আল হাসান!

এরপর ঘরের মাটিতে জাতীয় দলের জার্সিতে খেলতে পারেননি সাকিব। ২০২৪ সালের শেষদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে সাকিবের দেশে ফেরার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে আর আসা হয়নি তাঁর। পরবর্তী সময়ে সাকিবের জাতীয় দলে খেলার বিষয়ে কেবল বুলি আওড়িয়েছেন বিসিবি পরিচালকেরা।

সম্প্রতি সাকিবের বাংলাদেশে খেলার বিষয়ে নির্বাচকদের কোর্টে বল পাঠিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এমন বুলি বিসিবি থেকে নিয়মিতই বলা হয়, বাস্তবে নির্বাচকেরা সাকিবকে নিয়ে কোনো আলোচনাই করেন না। বিসিবির এমন চালাকির গোঁমর ফাঁস করেছেন টাইগার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

ব্যাটে ৫৮ রান, বলে ৪ উইকেট নিয়ে যা বললেন সাকিব 

দেশের প্রচলিত এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ বলেন, ‘এটা নিয়ে আমার কিছু বলার নেই। বোর্ডও কিছু করতে পারবে বলে মনে হয় না। এটা সরকারি নীতি, তাদের ওপর নির্ভর করে। বোর্ডেরও কিছু করার নেই। যখন সরকার মনে করবে, তখনই সে আসতে পারবে। না হলে আসলে...তাকে ক্রিকেট খেলতে দেশে আসতে হবে।’

সাকিবের জাতীয় দলে ফেরার পথ পুরোপুরি রাজনীতির ছায়ায়। বিষয়টি এখন ক্রিকেটের বাইরেও প্রকাশ্যে এসেছে। এমনকি সাকিবকে নিয়ে এখনই দল পরিকল্পনা করছে না বলেও ইঙ্গিত দেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার কিছু নেই। হয়তো সেভাবে সে মেনে নেবে। বা কখনো যদি সে ফিরে আসতে পারে, সবাই চাই আসুক।’

এমআই