Advertisement
Us Bangla Airlines
এক বছরেই বদলে যাবে বাংলাদেশ, রোডম্যাপ জানালেন সাকিব

এক বছরেই বদলে যাবে বাংলাদেশ, রোডম্যাপ জানালেন সাকিব

খেলা ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ১২:৩১

বাইশ গজে ভালো সময় পার করছে না বাংলাদেশ দল। ক্রিকেটের তিন সংস্করণেই নিজেদের খুঁজে বেড়াচ্ছে টাইগাররা। চলতি বছরে চার টেস্টের মাত্র একটিতে জয় পেয়েছে শান্তরা। ওয়ানডেতে ৫ ম্যাচে জয় মাত্র একটি। টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে জয় মাত্র দুইটি। যেখানে আরব আমিরাতের মতো দলের সঙ্গেও সিরিজ হেরেছে লিটনরা।

আমিরাত, পাকিস্তান সিরিজ শেষ করে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফর করছে বাংলাদেশ। এখানেও টাইগারদের অসহায় আত্মসমর্পণ লক্ষ্যণীয়। যদিও টেস্টে এক ম্যাচে ড্র; ওয়ানডে, টি-টোয়েন্টিতে একটি করে জয় রয়েছে বাংলাদেশের। মিরাজদের এমন ভরাডুবির মাঝেও এই দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবকে নিয়ে সুখবর দিলেন বিসিবির নতুন সভাপতি

টাইগারদের সাবেক অধিনায়কের মতে, আগামী এক বছরের মধ্যে এত দল খারাপ সময়ের মধ্য থেকে বের হয়ে আসবে। পাশাপাশি বাকিদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবে। দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্যই জানিয়েছিলেন সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে এত খারাপ সিরিজেও বাংলাদেশ তো একটা ওয়ানডে জিতেছে, একটা টেস্ট ড্র করেছে, টি–টোয়েন্টি একটা জিতেছে। আমার বিশ্বাস, এক বছরের মধ্যে এই দলটাই অনেক ভালো দল হবে। ট্রানজিশন পিরিয়ডে যেটুকু সময় লাগে, ক্রিকেটারদের তা দিতে হবে।’

পরাজয়ের ম্যাচে বল হাতে শরিফুলের নতুন রেকর্ড

বাংলাদেশের পিছিয়ে পড়ার কারণ ব্যাটিং ব্যর্থতা। সাকিবের মতে, জাতীয় দলে বর্তমানে খেলা ক্রিকেটাররা একটু দায়িত্ব নিতে শিখলেই এই সমস্যা কেটে যাবে। পাশাপাশি দলের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমনকে নিয়েও বেশ মুগ্ধ এই ক্রিকেটার।

সাকিব বলেন, ‘ব্যাটিংয়ে সামর্থ্য আমাদের দলের সবার আছে। কিন্তু মাঠে কাজটা কীভাবে করবে, এটা ওদের বুঝতে হবে। ওপেনার যারাই আছে, আক্রমণাত্মক। সমানে পিটায়, দেখতেও ভাল্লাগে (হাসি)। জাকের, শামীমরা যদি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, মাঝখানের ওভারের ওই কাজটুকু কেউ করে দিলেই হবে।’

এমআই