
ব্যাটে ৫৮ রান, বলে ৪ উইকেট নিয়ে যা বললেন সাকিব
খেলা ডেস্ক
১১ জুলাই ২০২৫, ১১:৫৯
গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচটা দারুণ রাঙিয়েছেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে ব্যাট হাতে অপরাজিত ৫৮ রান করার পর বল হাতে ৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। তাতে উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে ২২ রানে হারিয়েছে সাকিবের দল।
সাকিব এমন দিনে এত দুর্দান্ত পারফর্ম করলেন, যেদিন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। ব্যাট হাতে টেস্ট মেজাজে ব্যাটিংয়ের পর বাংলাদেশের বোলিং ছিল ছন্নছাড়া। ফলে সিরিজের প্রথম ম্যাচে হার গুনতে হয়েছে। তবে একইদিনে সাকিবের নজরকাড়া পারফরম্যান্স দেখে বিসিবির ম্যানেজমেন্ট নিশ্চয়ই আক্ষেপ করবে।
ব্যাটে-বলে অন্যন্য পারফরম্যান্সের পর ম্যাচে শেষে সাকিব বলেন, ‘(দুবাই ক্যাপিটালসে সুযোগ পাওয়া) লাস্ট মিনিট কল ছিল। তাদের একজন প্লেয়ার চোটে ছিল। বদলে হিসেবে আমাকে আসতে হয়েছে। আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে।’
ক্যারিবিয়ানের চেনা কন্ডিশন নিয়ে সাকিব বলেছেন, ‘ক্যারিবিয়ানে ২০০৭ থেকে আসছি আমি। আমার সেকেন্ড হোমের মতই। আমি কন্ডিশনটা ভালোভাবে জানি, জানি কীভাবে বল করতে হবে এসব ট্র্যাকে। অ্যামাজনে খেলাও আমাকে সাহায্য করেছে অনেক। আমার জন্য ভালো ম্যাচ। দলে যেভাবে অবদান রেখেছি, দারুণ খুশি।’
সাকিব আরও বলেন, ‘(ব্যাটিং এবং বোলিং) দুটিই জরুরি। আমার উইকেটে টিকে থাকা জরুরি ছিল। কারণ অন্য প্রান্তে উইকেট যাচ্ছিল। আমরা ১৬০+ যেতে পেরেছি। গায়ানায় এমন রান করলে সবসময় ম্যাচ জেতার সুযোগ থাকবে। দারুণ শুরু। ছোট টুর্নামেন্ট। প্রথম ম্যাচ জেতা আমাদের সাহায্য করবে। আশা করি এখান থেকে সামনে এগিয়ে যেতে পারব।’
এমআই