
রাতে নামছেন সাকিব, ভোরে রংপুর— গ্লোবাল সুপার লিগ দেখবেন কোথায়?
খেলা ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১৬:৪৪
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর আজ শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টটির গত আসরের চ্যাম্পিয়ন হিসেবে এবারও বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। রংপুর দলে খেলার কথা ছিল টাইগার পোস্টারবয় সাকিবের। তবে রাজনৈতিক অজুহাতে রংপুরের দলে সুযোগ পাননি সাকিব।
বাংলাদেশি দলের সঙ্গে খেলার সুযোগ না পেলেও দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় খেলতে নামবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিসট্রিকসের মুখোমুখি হবে সাকিবরা।
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ চোটে পড়ায় দুবাই দলে ডাক পেয়েছেন সাকিব। আজকে মাঠে নামলে দলটির হয়ে অভিষেক হবে তাঁর।
জিএসএলে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশি দল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে নুরুল হাসান সোহানের দল। বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ থাকায় এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে।
প্রশ্ন ওঠেছে, গ্লোবাল সুপার লিগের ম্যাচ কোথায় দেখা যাবে? উত্তর জানিয়েছে জিএসএলের আয়োজক কমিটি। বাংলাদেশি দর্শকদের খেলা দেখার ব্যবস্থা করে দিচ্ছে টি স্পোর্টস। এ ছাড়া ভারতে ডিজিটাল মিডিয়ায় খেলা দেখাবে ফ্যানকোড, টিভিতে দেখাবে সনি।
অস্ট্রেলিয়াতে গ্লোবাল সুপার লিগ দেখাবে ফক্স স্পোর্টস। শ্রীলঙ্কাতে খেলা দেখাবে সুপ্রিম টিভি। যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলা দেখানোর দায়িত্বে থাকবে উইলো টিভি। দক্ষিণ-পূর্ব, মধ্য-পূর্ব এশিয়া এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে খেলা দেখাবে ক্রিকবাজ।
গ্লোবাল সুপার লিগের আয়োজক ক্যারিবিয়ান দ্বীপ গায়ানা। সেখানে খেলা দেখানোর দায়িত্বে থাকবে ইনেট, টিভিজি এবং এনসিএন। ত্রিনিদাদে খেলা দেখাবে টিভি৬। প্যান ক্যারিবিয়ানে খেলা সম্প্রচার করবে রাশ। নিউজিল্যান্ডের দর্শকরাও উপভোগ করতে পারবেন গ্লোবাল সুপার লিগ, সেখানে খেলা দেখাবে স্কাইনিউজিল্যান্ড।
গ্লোবাল লিগে খেলা দেখাবে যেসব প্লাটফর্ম
দেশ/অঞ্চল | সম্প্রচারকারী মাধ্যম |
---|---|
বাংলাদেশ | টি স্পোর্টস |
ভারত | ফ্যানকোড (ডিজিটাল), সনি (টিভি) |
অস্ট্রেলিয়া | ফক্স স্পোর্টস |
শ্রীলঙ্কা | সুপ্রিম টিভি |
যুক্তরাষ্ট্র ও কানাডা | উইলো টিভি |
দক্ষিণ-পূর্ব, মধ্য-পূর্ব এশিয়া ও উত্তর আফ্রিকা | ক্রিকবাজ |
গায়ানা (আয়োজক দেশ) | ইনেট, টিভিজি, এনসিএন |
ত্রিনিদাদ | টিভি৬ |
প্যান ক্যারিবিয়ান অঞ্চল | রাশ (Rush) |
নিউজিল্যান্ড | স্কাইনিউজিল্যান্ড |
এমআই