
রংপুর রাইডার্সের শক্তিশালী স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে সোহান
খেলা ডেস্ক
২০ জুন ২০২৫, ০৯:০৩
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অংশ নিতে যাচ্ছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গায়ানায় আয়োজিত এই পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে আগামী ১০ জুলাই। আসন্ন আসরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিপিএলের সফল দলটি।
গতবারের মতো এবারও রংপুরের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে দলে থাকছেন না শেখ মেহেদী ও রিশাদ হোসেন। তবে জাতীয় দলে না থাকায় সৌম্য সরকার রংপুরের জার্সিতে খেলবেন এবারের জিএসএলে।
দলটির দেশি স্কোয়াডে আরও রয়েছেন ওপেনার নাঈম শেখ, তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন, অভিজ্ঞ পেসার কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি।
বিদেশি তারকাদের তালিকাও বেশ সমৃদ্ধ। রংপুরের হয়ে এবারের আসরে খেলবেন পাকিস্তানের ইফতিখার আহমেদ ও আকিফ জাভেদ, দক্ষিণ আফ্রিকার স্পিনার তাব্রাইজ শামসি, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স, আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান, ভারতের হারমিত সিং এবং সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় খাজা নাফে।
The defending Champions are locked in!
রংপুর রাইডার্সের স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মায়ার্স, তাব্রাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে।
জিএসএলে রংপুরের ম্যাচ সূচি
তারিখ | প্রতিপক্ষ |
১০ জুলাই | গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স |
১৩ জুলাই | হোবার্ট হ্যারিকেন |
১৬ জুলাই | দুবাই ক্যাপিটালস |
১৭ জুলাই |
সেন্ট্রাল স্ট্যাগস |
এমআই