Advertisement
Us Bangla Airlines
গ্লোবাল সুপার লিগে ব্যতিক্রমী সৌম্য সরকার

গ্লোবাল সুপার লিগে ব্যতিক্রমী সৌম্য সরকার

খেলা ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪

গায়নায় প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে খেলেছে রংপুর রাইডার্স। কিন্তু প্রথম আসরেই দলটি যে ফাইনাল খেলবে তা হয়তো ভাবেনি বিসিবি। যে কারণে টাইগারদের ওয়ানডে দলে থাকা রংপুরের তিন খেলোয়াড়ের অনাপত্তির সময় নিয়ে উঠেছিলো শঙ্কা। শেষমেশ, বিসিবির অনুমতি নিয়েই রংপুরের হয়ে ফাইনাল খেলেন সৌম্য, রিশাদ এবং আফিফ। বিসিবির উদারতায় বিষয়টি বেশ কাজে দিয়েছে রংপুরের।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্যাট হাতে সৌম্য করেছেন অপরাজিত ৮৬ রান। সাতটি চারের সঙ্গে ৫ ছক্কা হাঁকিয়েছেন এ ব্যাটার। বল হাতে উজ্জ্বল ছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন। ২৬ রানের বিনিময়ে প্রতিপক্ষের দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ডাক পাওয়া আফিফ অবশ্য এ ম্যাচে ব্যাট-বল করার সুযোগ পাননি। তবে ফিল্ডিংয়ে একটি ক্যাচ নিয়ে তিনিও দলের জন্য অবদান রেখেছেন।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে গেলেও শেষ দুই ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে রংপুর রাইডার্স। ফাইনাল ম্যাচে নিজেদের সেরাটা দেখিয়েছে মিকি আর্থারের শিষ্যরা। দলের দুই ওপেনারের অনবদ্য অর্ধশতকে ১৭৮ রান সংগ্রহ করে দলটি। যা টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর। রংপুরের হয়ে এ ম্যাচে ব্যাট হাতে করা সৌম্যর ৮৬ রান টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ।

ব্যাট হাতে অবশ্য পুরো আসরেই ধারাবাহিক ছিলেন সৌম্য সরকার। পাঁচ ম্যাচে ৪৭ গড়ে ১৮৮ রান করেন এ বাঁহাতি অলরাউন্ডার। টুর্নামেন্টে সৌম্যর চেয়ে বেশি রান কেউ করতে পারেননি। ফলে ম্যান অব দ্য ফাইনালের সঙ্গে সৌম্য জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

সামর্থ্যের বিবেচনায় প্রশ্ন না থাকলে ব্যাট হাতে কখনোই এতটা ছন্দে ছিলেন না সৌম্য। সব ধরণের টি-টোয়েন্টিতে ২২৬ ইনিংস ব্যাট করা সৌম্যর রান ৪০৫৫, গড় ১৯। বিশ ওভারের ম্যাচে এমন গড়কে মানানসই বলার সুযোগ নেই। বিপিএলেও ছন্দ খুঁজে পেতে প্রতি আসরে সংগ্রাম করেন সৌম্য। বিভিন্ন আসরে আটটি দলের হয়ে খেলা এ টুর্নামেন্টে ১৮ গড়ে রান করেছেন সাতক্ষীরার ছেলে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সৌম্যর ব্যাটিং আরও কম, মাত্র ১৭। অন্যদিকে গ্লোবাল সুপার লিগে ৪৭ গড়ে ১৮৮ রান করেছেন এ ওপেনার।

কুড়ি ওভারের ম্যাচে জাতীয় দলের হয়ে দুইবার ফাইনাল খেলেছিলেন সৌম্য। উভয় সময়ে প্রতিপক্ষ ছিলো ভারত।  ২০১৬ সালের এশিয়া কাপ এবং ২০১৮ এর নিদহাস ট্রফির ফাইনালে সৌম্য যথাক্রমে ১৪ এবং ১ রান করেছেন। তবে গ্লোবাল সুপার লিগের ফাইনালে এবার ৮৬ রান করেছেন এ বাঁহাতি।

অধারাবাহিকতার খ্যাতি পাওয়া সৌম্য অবশ্য বেশ কিছুদিন ধরেই রান পাচ্ছেন। সবশেষ দশ ম্যাচের ৯ ইনিংসে দুই অঙ্কের ঘরে ছুঁয়েছেন এ ব্যাটার। বাজে ফর্মে দীর্ঘদিন জাতীয় দলের বাহিরে থাকা সৌম্য, এখন ব্যাট হাতে অনেকটা ব্যতিক্রমী! 

এমআই