Advertisement
Us Bangla Airlines
গ্লোবাল লিগের সূচি প্রকাশ, রংপুরের খেলা যেদিন

গ্লোবাল লিগের সূচি প্রকাশ, রংপুরের খেলা যেদিন

খেলা ডেস্ক

২২ মে ২০২৫, ২১:৪১

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) গত আসরে খেলেছিল ৫টি ফ্র্যাঞ্চাইজি দল। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। চলতি আসরে সমানসংখ্যক দল নিয়ে আবারও মাঠে গড়াচ্ছে গ্লোবাল সুপার লিগ। লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে এবারও রংপুর যুক্ত হচ্ছে।

বিপিএলের সবশেষ আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের গ্লোবাল লিগে অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষমেশ তারা অংশ নিচ্ছে না। ইতোমধ্যেই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে।

অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ জুলাই।

রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুলাই, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর ১৪ জুলাই হোবার্ট হ্যারিকেনস ও ১৬ জুলাই দুবাই ক্যাপিটালসের বিপক্ষে খেলবে রংপুর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর মাঠে নামবে ১৭ জুলাই। এই ম্যাচটি সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে খেলবে সোহানরা।

এবারও কোনো প্লে-অফ নেই। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।

একনজরে রংপুর রাইডার্সের ম্যাচ সূচি

তারিখ প্রতিপক্ষ
১০ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৩ জুলাই হোবার্ট হ্যারিকেন
১৬ জুলাই দুবাই ক্যাপিটালস
১৭ জুলাই

সেন্ট্রাল স্ট্যাগস

 এমআই