
পিএসএলে খেলতে যাওয়ার আগে যা বললেন মিরাজ
খেলা ডেস্ক
২০ মে ২০২৫, ২০:০৬
বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় বিসিবি থেকে সহজেই অনাপত্তিপত্র পেয়েছেন এই অলরাউন্ডার। আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
পিএসএলে মিরাজের দলে আগের ম্যাচেই অভিষেক হয়েছে সাকিবের। জাতীয় দলের সিনিয়র সতীর্থকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত পাবেন এই ক্রিকেটার। মিরাজকেও প্লে-অফ পর্বে অংশগ্রহণের জন্য ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। লাহোর ফাইনালে ওঠলে সেই ম্যাচ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন এই অলরাউন্ডার।
পিএসএলে সাকিবের সঙ্গে খেলা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, সাকিব ভাইয়ের সঙ্গে (সর্বশেষ) খেলেছিলাম ভারতে। তারপর আর খেলা হয়নি, দেখাও হয়নি। একই দলে খেলব, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে পিএসএলের মতো এমন একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি।’
টি-টোয়েন্টি জাতীয় দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে মিরাজ বলেন, ‘দল গঠনের সঙ্গে যারা জড়িত, তারা আমাদের ভালোর কথাই চিন্তা করেন। কিন্তু খেলোয়াড় হিসেবে কখনো কখনো মন খারাপ হয়। যেহেতু আমি বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলাম। তবে ক্রিকেটে এগুলো হয়। আমি বিষয়টাকে ইতিবাচক হিসেবেই নিয়েছি।’
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিরাজকে দলে নেওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। এক পোস্টে তারা লিখেছে ‘মেহেদী হাসান মিরাজ এখন থেকে একজন “কালান্দার”! বাংলাদেশি তারকা অলরাউন্ডার আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। তিনি দলে এসেছেন সিকান্দার রাজার জায়গায়। মেহেদী, তোমাকে পেয়ে আমরা দারুণ খুশি!’
এমআই