
পিএসএলে ডাক পেলেন মিরাজ, ছাড়পত্র পেতে বিসিবিতে আবেদন
খেলা ডেস্ক
১৯ মে ২০২৫, ১১:৫৭
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্লে-অফ পর্ব খেলতে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। লাহোর কালান্দার্সের জার্সিতে খেলবেন তিনি। ইতোমধ্যে বিসিবির কাছে অনাপত্তি পত্র চেয়ে আবেদন করেছেন টাইগার অলরাউন্ডার। বিসিবির ক্রিকেট অপারেশনসের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পিএসএলের চলতি আসরে লাহোরের হয়ে ৫ ম্যাচ খেলেছিলেন টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন। এরপর ভারত-পাকিস্তান সংঘাতে দেশে ফিরে জাতীয় দলে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। গতকাল দলটির হয়ে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। এবার তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দলটিতে যোগ দিবেন মিরাজ।
গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেশওয়ার জালমিকে বড় ব্যবধানে হারিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তাতে চলতি মৌসুমের প্লে-অফ নিশ্চিত করেছে শাহিন আফ্রিদির দল। বিসিবির অনুমোদন পেলে ফাইনালে ওঠার লড়াইয়ে যোগ দিবেন মেহেদি হাসান মিরাজ।
এদিকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো ডাক পেলেন টাইগার অলরাউন্ডার। ধারণা করা হচ্ছে, সিকান্দার রাজার বদলি হিসেবে লাহোরের দলে খেলবেন তিনি। জাতীয় দলের ব্যস্ততায় শিগগিরই লাহোরের ডাগ আউট ছাড়বেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। আগামী ২২ মে ইংল্যান্ডের বিপক্ষে ২৩ বছর টেস্ট খেলতে নামবে তার দল।
পিএসএলে মিরাজের খেলতে যাওয়ার সবকিছুই এখন নির্ভর করছে বিসিবির অনুমতি ওপর। তবে বিসিবি থেকে মিরাজের অনুমতি পাওয়ার সম্ভবনাই বেশি। জাতীয় দলে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে নিয়মিত মুখ মেহেদি মিরাজ। আপাতত টেস্ট, ওয়ানডে ফরম্যাটে কোনো ম্যাচ না থাকায় বিসিবি থেকে ছাড়পত্র পেতে পারেন এই অলরাউন্ডার।
উল্লেখ্য, টি-টোয়েন্টি সংস্করণে এখন পর্যন্ত ১৫৩ ম্যাচ খেলেছেন মেহেদি হাসান মিরাজ। তাতে ব্যাট হাতে ১৮ গড়ে ২০৯৯ রান করেছেন তিনি। যেখানে ১১৮ স্ট্রাইকরেটে ফিফটির সংখ্যা ৭টি। বিপরীতে ১৪৩ ইনিংস বল করে ত্রিশ গড়ে ১০৭ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।
এমআই