অভিজ্ঞ ক্রিকেটারকে সহ-অধিনায়ক করল বিসিবি
খেলা ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫১
ভারতের নিরাপত্তার অজুহাতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দুবাইতে খেলবে রোহিত শর্মারা। সেই ভারতকে দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে মুশফিক-রিয়াদরা। এর আগেই সন্ধ্যায় চ্যাম্পিয়নস ট্রফির জন্য দলের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি।
নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে টুর্নামেন্টটিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজে খেলা সবশেষ ওয়ানডে সিরিজে ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করেছিলেন তিনি। যদিও সেই সিরিজে বাংলাদেশ লজ্জার রেকর্ড গড়েছিল। ক্যারিবিয়ানদের সাথে টানা ১৪ ম্যাচ জেতার পর হোয়াইটওয়াশ হয়েছিল।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০৩টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মেহেদি হাসান মিরাজ। এর মধ্যে ৭৪ ইনিংস ব্যাট করে ২৫.৩৮ গড়ে ১৫৯৯ রান করেছেন এই অলরাউন্ডার। ২ শতক ও ৬ ফিফটি আছে মেহেদির নামের সাথে। এছাড়া বল হাতে ১০০ ইনিংস বলে ১০৩ উইকেট আছে মিরাজের ঝুলিতে। যেখানে এক ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ৫ বার।
দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে শান্ত’র দল। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। এর আগে দুবাইতে ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির একটি প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
এমআই