
চ্যাম্পিয়নস ট্রফির দলের সাথে হাসান-খালেদ!
খেলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১
দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টের আয়োজক হচ্ছে পাকিস্তান। তবে ভারতের আপত্তিতে পাকিস্তান ছাড়াও এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আট জাতির এই মিনি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ছাড়াও অংশ নিবে আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ।
আগামী ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ দল। এর আগে গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা না পাওয়া পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদকেও দলের সঙ্গে নিয়ে যাচ্ছে। মূলত, টাইগারদের প্রস্তুতিতে সহায়তা করতে এই দুই পেসার সঙ্গে যাচ্ছেন।
যদিও টুর্নামেন্ট শুরু হলেই হাসান-খালেদকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। তবে এই দুজন বাংলাদেশ স্কোয়াডে জায়গা না পেলেও দলটিতে আছেন চার পেসার। তাসকিন আহমেদের সঙ্গে আছেন গতি দানব নাহিদ রানা, উইকেট শিকারি তানজিম হাসান সাকিব ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
সদ্য সমাপ্ত বিপিএলে অসাধারণ পারফর্ম করায় দলের সাথে যাওয়ার সুযোগ পাচ্ছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। খুলনার টাইগার্সের জার্সিতে ডেথ ওভারে হাসান মাহমুদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। এছাড়া চিটাগং কিংসের হয়ে খেলা খালেদ আহমেদ ছিলেন বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার।
ভারতের বিপক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ দলের মিশন। দুবাইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচের পর পাকিস্তানে পাড়ি জমাবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক পাকিস্তান ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বে উত্তীর্ণ হতে না পারলে সেখানেই ইতি টানবে নাজমুল শান্তের দল।
এমআই