
বল হাতে হাসানের উন্নতি ৩৮ ধাপ, মেহেদির ১৮
খেলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের নায়কদের একজন হাসান মাহমুদ। শেষ ওভারে ক্যারিবিয়ানদের জিততে প্রয়োজন ছিল ১০ রান, সেখানে মাত্র দুই রান খরচ করে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দেন লক্ষ্মীপুর এক্সপ্রেস। ম্যাচ শেষে বিশেষ কোন পুরস্কার না পেলেও এবার আইসিসি থেকে সুখবর পেলেন এ বোলার।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে হাসানের উন্নতি হয়েছে ৩৮ ধাপ। ক্যারিবিয়ানদের বিপক্ষে অনবদ্য পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন তিনি। একই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া শেখ মেহেদি এগিয়েছেন ১৮ ধাপ। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে এখন তাসকিন আহমেদ, তিন ধাপ এগিয়ে এই সংস্করণে তাঁর অবস্থান ১৮তম।
বুধবার আইসিসি থেকে ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। বিশ ওভারের ক্রিকেটে বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন আকিল।
আকিলের পরেই আছেন ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তিন লেগ স্পিনার আদিল রাশিদ (দ্বিতীয়), ওয়ানিন্দু হাসারাঙ্গা (তৃতীয়) ও অ্যাডাম জ্যাম্পা (চতুর্থ)।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজে টানা ব্যর্থ টাইগার ব্যাটাররা। উভয় ম্যাচেই শামীম পাটোয়ারী ছাড়া বাকি কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। তাতে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে বাংলাদেশের হয়ে সেরা ১০০ ব্যাটারের তালিকায় যুক্ত হননি কোন ক্রিকেটার।
ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে সবচেয়ে উপরে আছেন তাওহিদ হৃদয়। যদিও ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকা এ ডানহাতি পিছিয়েছেন ৬ ধাপ। বর্তমানে তার অবস্থান ৩০। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারা লিটন দাস দুই ধাপ পিছিয়ে ৪৬-এ অবস্থান করছেন। এছাড়া টাইগারদের নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত আছেন ব্যাটারদের তালিকার ৫৩তম স্থানে।
টি-টোয়েন্টি থেকে সাকিব আল হাসান অবসর নেওয়ায় অলরাউন্ডারদের তালিকার উপরের দিকে বাংলাদেশের কাউকে পাওয়া যায়নি। টাইগারদের হয়ে ২০ ধাপ এগিয়ে তালিকার ৪১তম স্থানে আছেন শেখ মেহেদী।
এমআই