Advertisement
Us Bangla Airlines
‘নাহিদ প্রতিভাবান, হাসান-তাসকিন মনোমুগ্ধকর’

‘নাহিদ প্রতিভাবান, হাসান-তাসকিন মনোমুগ্ধকর’

খেলা ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪২

বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলাররা গেল কয়েক বছর ধরেই বেশ উন্নতি করে চলেছেন। বিশ্বমঞ্চে তাসকিন-সাকিবদের ইদানীং বেশ সমীহ করে খেলছেন ব্যাটাররা। টাইগার পেসারদের লাইন-লেন্থ আর গতির ঝড়ে প্রতিপক্ষকে নিয়মিতই বড় পরীক্ষা দিতে হয়। এই ইউনিটে সবশেষ সংস্করণ নাহিদ রানা। দীর্ঘদেহী এই পেসার ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করতে পারেন। ব্যাটারদের পরীক্ষার মঞ্চে নাহিদ এখন বড় আতঙ্কের নাম।

তাসকিন-নাহিদ ছাড়া বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে আছেন আরও ২ পেসার। তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। নিজেদের দিনে সাকিব-মুস্তাফিজ প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে একাই যথেষ্ট। টাইগারদের এমন আগ্রাসী ফাস্ট বোলারদের দেখে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার স্যার কার্টলি অ্যামব্রোস। বিপিএলে গত কয়েক আসর ধরেই ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশে আসছেন এই ক্যারিবিয়ান গ্রেট। 

বিপিএলে কেন ব্যাটিং সহায়ক উইকেটের পক্ষে নাহিদ?

সম্প্রতি বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশি ফাস্ট বোলারদের নিয়ে কথা বলেছেন কার্টলি অ্যামব্রোস। যেখানে নাহিদ রানাকে ‘প্রতিভাবান,’ হাসান-তাসকিনদের বোলিংকে ‘মনোমুগ্ধকর’ তকমা দিয়েছেন তিনি।

নাহিদকে নিয়ে অ্যামব্রোস বলেন, ‘নাহিদের মত বোলাররা প্রতিপক্ষকে বাড়তি দুর্ভাবনায় ফেলে দেয়। উইকেট যদি নাও পায়, এক-দুইটা স্পেলে ব্যবধান গড়ে দেওয়ার সক্ষমতা থাকে তাদের। তবে জীবনের ওপর তার শৃঙ্খলা নির্ভর করবে সে কততুকু এগিয়ে যেতে পারবে। তার নিজেরও সচেতন হতে হবে। একজন পেসারের জীবন মোটেও সহজ নয়। খাওয়া থেকে শুরু করে ঘুম, সব ব্যাপারেই আপনাকে নিজের যত্ন নিতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ হলেও নাহিদকে প্রতিভাবান মানছেন ক্যারিবিয়ান গ্রেট কার্টলি অ্যামব্রোস। টাইগারদের এক্সপ্রেস পেসার নিয়ে তিনি বলেন, ‘নাহিদের বোলিং অ্যাকশন খুব স্মুথ। তার রানিং থেকে শুরু করে বোলিং অ্যাকশন সবই একজন ফাস্ট বোলারের জন্য আদর্শ। অনভিজ্ঞতার কারণে প্রায়ই সে খরুচে হবে, তবে তাতে প্রভাবিত হওয়া চলবে না। এই ধরণের বোলাররা যত বেশি খেলবে, তত বেশি নিজেকে গড়বে আর নতুন নতুন স্কিল রপ্ত করবে।’

দুর্ভাগ্য বরণ করেই বিপিএল শেষ করলেন ‘দুর্বার’ তাসকিন

বিপিএলে ধারাভাষ্য দিতে গিয়ে হাসান মাহমুদকে বেশ প্রশংসায় ভাসিয়েছিলেন স্যার কার্টলি অ্যামব্রোস। এবার সাক্ষাৎকারেও হাসানকে নিয়ে তার কণ্ঠে মুগ্ধতা ঝরেছে। তিনি বলেন, ‘সত্যি বলতে হাসান আমাকে মুগ্ধ করেছে। আমি শুনে অবাক হয়েছি যে চ্যাম্পিয়নস ট্রফির দলে তার জায়গা হয়নি। ডেথ ওভারে টানা ইয়র্কার করে যাওয়া এই যুগে খুব কঠিন। কারণ, ব্যাটাররা এখন অনেক স্কিলড। ইয়র্কারকেও তারা বাজে বল বানিয়ে চার-ছয় মেরে দেয়। এ কাজটা হাসান পারে।’

টাইগারদের ফাস্ট বোলিং ইউনিটের নেতা তাসকিনকে দেখেও মুগ্ধ কার্টলি অ্যামব্রোস। তিনি বলেন, তাসকিনের বোলিংয়ে আমি ইম্প্রেসড। গত দুই-তিন বছর ধরে তাসকিন খুব ভালো করছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। 

চিটাগং কিংসের হয়ে এবারের বিপিএলে খেলেছেন টাইগারদের টেস্ট ক্রিকেটের নিয়মিত মুখ খালেদ আহমেদ। চলতি বিপিএলে ২০ উইকেট নিয়েছেন সিলেটের সন্তান। খালেদের নজরকাড়া পারফরম্যান্স চোখ এড়ায়নি অ্যামব্রোসের। বন্দর নগরীর পেসারকে নিয়েও প্রশংসা করেছেন তিনি। ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, ‘খালেদ আহমেদও দারুণ বোলার। পেস বোলিংয়ে বাংলাদেশ উজ্জ্বল একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

এমআই