
দুর্ভাগ্য বরণ করেই বিপিএল শেষ করলেন ‘দুর্বার’ তাসকিন
খেলা ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৬
বাংলাদেশ দলের দুর্ভাগা ক্রিকেটারদের একজন তাসকিন আহমেদ। তার বলে ফিল্ডাররা ক্যাচ মিস করার মিছিল না করলে উইকেটের পাল্লাটা আরেকটু ভারি হতে পারত। তবে ক্যাচ মিস খেলারই অংশ। সেই নিয়তি এতদিনে তাসকিনও মেনে নিয়েছেন। তাসকিনের দুর্ভাগ্যটা অবশ্য বিপিএলেও লক্ষ্যণীয়। নাম ও মানের বিচারে সবচেয়ে দুর্বল দলটাই পড়ে তাসকিনের ভাগ্যে।
চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন টাইগার পেসার। কিন্তু বিপিএলে প্রায় ৫ বছর পর ফেরা রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে বলার মতো মুখ রাখেনি মালিকপক্ষ। কারণ, প্রশংসার তুলনায় তাসকিনের দলটিতে বিতর্কই হয়েছিল বেশি। বিপিএলের ইতিহাসে পারিশ্রমিক নিয়ে দুর্বার রাজশাহীর মতো এমন সমালোচনার জন্ম হয়তো আর কোনো দলই দেয়নি।

নামের বিচারে রাজশাহী আবার চলতি আসরের সবচেয়ে খর্ব দল। তাসকিন-বিজয় ছাড়া কোনো ভালো দেশি ক্রিকেটার ছিল না দলটিতে। পারফর্ম করা ইয়াসির রাব্বিও শেষবেলায় ছিলেন বাজে ফর্মে। বিদেশিদের মধ্যে রায়ান বার্লই তাদের দলের সবচেয়ে বড় পারফর্মার। অবশ্য ড্রাফট থেকেই দুর্বার রাজশাহীর ‘দুর্বল’ মান লক্ষ্যণীয়। এরপর সংকট, সীমাবদ্ধতা এবং সমালোচনায় তা স্পষ্ট হয়েছে আরও কয়েক গুণ।
এত সংকটের মাঝেও বাইশ গজে উজ্জ্বল ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এদের মধ্যে বল হাতে দুর্বার ছিলেন বাংলাদেশের তারকা ফাস্ট বোলার তাসকিন আহমেদ। পুরো রাজশাহী দলকে একাই টেনেছেন ঢাকা এক্সপ্রেস। এমনকি চলতি বিপিএলে বল হাতে একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
দুর্বার রাজশাহীর জার্সিতে চলতি মৌসুমে ১২টি ম্যাচ খেলেছেন দলটির অধিনায়ক তাসকিন আহমেদ। তাতে ১২ ইনিংসে ১২ গড়ে ২৫ উইকেট তুলেছেন এই তারকা পেসার। যেখানে ইকোনমি ৬.৪৯ এবং স্ট্রাইক রেট ১১.১২। এর মধ্যে ঢাকা ক্যাপিটালসের সাথে এক ইনিংসে ৭ উইকেট তুলে বিশ্বরেকর্ড গড়েছিলেন এই ডানহাতি পেসার।

বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট তোলার রেকর্ডও এখন তাসকিনের। গত ২৬ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে অন্যন্য নজির গড়েছিলেন তিনি। বিপিএলে ইতিহাস গড়তে সাকিব আল হাসানকে টপকেছেন তাসকিন আহমেদ। এর আগে ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে ২৩ উইকেট তুলেছিলেন সাকিব।
এত দারুণ বোলিং করেও প্লে-অফে উঠতে পারেনি তাসকিনদের দল। বরং টুর্নামেন্টের শেষ তিন ম্যাচ জিতে আশা তৈরি করেও শেষ পর্যন্ত বিদায় নিয়েছে তারা। আগের আসরেও দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছেন এই ডানহাতি পেসার। সেখানে ১৩ উইকেট নিলেও কোয়ালিফাই করতে পারেনি তার দল। এর আগে ঢাকা ডমিনেটরস, সিলেট সিক্সার্সের জার্সিতে খেলা তাসকিনকে একই দুর্ভাগ্য বরণ করতে হয়েছে।
এমআই