
বিপিএলে বল হাতে ইতিহাস গড়লেন তাসকিন আহমেদ
খেলা ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯
বিপিএলে ফিরতি ঢাকা পর্বে নামার আগে ইতিহাস গড়ার হাতছানি ছিল তাসকিনের সামনে। মিরপুরে দুর্বার রাজশাহীর লিগ পর্বে অবশিষ্ট থাকা দুই ম্যাচে দুই উইকেট তুলতে পারলেই ইতিহাস গড়বেন এই ফাস্ট বোলার। এমন সমীকরণকে সামনে রেখে গতকাল (২৬ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন তাসকিন আহমেদ। তাতে এক ম্যাচ হাতে রেখেই অন্যন্য নজির গড়লেন রাজশাহীর অধিনায়ক।
বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট তোলার রেকর্ড এখন তাসকিনের দখলে। গতকাল রংপুরের ব্যাটার রাকিবুল হাসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই রেকর্ড গড়েন টাইগারদের ফাস্ট বোলিং ইউনিটের নেতা। তাতে ১১ ম্যাচে তাসকিনের উইকেট সংখ্যা ২৪টি। রানবন্যার এই আসরে রাজশাহী অধিনায়কের ইকোনমিও দুর্দান্ত, মাত্র ৬.৫২।
এর আগে ২০১৯ সালে বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট তোলার রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান। ঢাকা ডায়নামাইটসের জার্সিতে সেই মৌসুমে ২৩ উইকেট তোলা সাকিব খেলেছিলেন ১৫ ম্যাচ। ইকোনমিও ছিল তাসকিন থেকে বেশি, ৭.২৫। যদিও তাসকিন একজন প্রকৃত বোলার হলেও সাকিব আল হাসান অলরাউন্ডার।
এদিকে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট তোলায় সাকিবের পরেই আছেন ক্যারিবিয়ান পেসার কেভন কুপার। ২০১৫-১৬ মৌসুমে বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচে ২২ উইকেট তুলেছিলেন তিনি। বিপিএলে এক মৌসুমে ২২ উইকেট নেওয়া বোলার আছেন আরও চারজন। তাসকিন, মাশরাফি, রুবেলের সাথে গত মৌসুমে এই তালিকায় যোগ দিয়েছেন শরীফুল ইসলাম।
বিপিএলে এক মৌসুমে ২১ উইকেট নেওয়ার তালিকায় আছেন দুজন বোলার। ২০১৫-১৬ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তাণ্ডব ছড়ানো আবু হায়দার নিয়েছিলেন ২১ উইকেট। এছাড়া ২০১৬-১৭ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ২১ উইকেট নিয়েছিলেন ডোয়াইন ব্রাভো।
এমআই