
মুখোমুখি সাকিব-তামিম, খেলবেন কোথায়?
খেলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪
জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন খেলেননি তামিম ইকবাল। সম্প্রতি ফেসবুকে জানিয়েছেন, লাল-সবুজের জার্সিতে খেলবেন না আর। ওয়ানডে ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ বলা চলে। সামাজিক মাধ্যমে প্রতিদ্বন্দ্বী বনে যাওয়া এই দুই ক্রিকেটারকে বাংলাদেশের জার্সিতে আর একত্রে দেখার সুযোগ নেই।
রাজনৈতিক বেড়াজাল এবং নিরাপত্তার অভাবে ঘরের মাটিতে টেস্ট খেলতে আসতে পারেননি সাকিব আল হাসান। একই কারণে বিপিএলও খেলনেনি বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে বিপিএলে সাকিব-তামিম ম্যাচের আসল উত্তাপ দেখতে পারেননি ক্রিকেট ভক্তরা। তবে দেশে না হলেও ভিনদেশে একত্রে খেলতে নামছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার।
সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে নাম লিখিয়েছেন তামিম ইকবাল। একই লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসানও। জাতীয় দলের সাবেক দুই তারকা লিগটিতে খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। আর সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। তামিম নিজেই এই লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
লিজেন্ড নাইন্টির ফেসবুক পেজ থেকে তামিম বলেন, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি, লিজেন্ড নাইন্টিতে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’
লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকারা।
এর আগে এক সংবাদ সম্মেলনে লিজেন্ড লিগে খেলার বিষয়টি জানিয়েছিলেন তামিম ইকবাল। এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। প্রিমিয়ার লিগ সময়মতো হলে ওটা খেলব। যদি ফিট থাকি বিপিএল খেলব।’
এমআই