Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলা ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৪

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে আজ নিজেদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে নেপালকে একই ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। টানা দুই জয়ে বাংলাদেশ হয়ে উঠেছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। ফলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে তারা। এই গ্রুপ থেকে রানার্স-আপ হিসেবে উঠেছে নেপাল।

বাংলাদেশ ‘এ’ গ্রুপের শীর্ষে থাকায় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে। সেই গ্রুপ থেকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। আগামীকাল এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের মাধ্যমে নির্ধারিত হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন আর কে রানার্স আপ। এরপরই বাংলাদেশের প্রতিপক্ষ জানা যাবে। উল্লেখ্য, দুইটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর, আর ফাইনাল ২৭ সেপ্টেম্বর।

ম্যাচের প্রথম গোল আসে ১৮তম মিনিটে। মিডফিল্ডার নাজমুল হুদা ফয়সালের শক্তিশালী শট প্রথমে রক্ষা করলেও, লঙ্কান গোলরক্ষকের হাত থেকে বল ছিটকে পড়লে তা নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান ফরোয়ার্ড আরিফ। এই গোলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ দল।

দ্বিতীয়ার্ধে পুরো মাঠজুড়ে আধিপত্য ছিল বাংলাদেশেরই। আর সেখানেই শুরু হয় কাজী রিফাতের দুর্দান্ত হ্যাটট্রিক শো। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে, ডান দিক থেকে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোলটি করেন রিফাত। এরপর ম্যাচের ৬৪ মিনিটে সাব্বির ইসলামের নেওয়া শট গোলরক্ষক আংশিকভাবে ঠেকাতে পারলেও ফিরতি বলে রিফাত ঠাণ্ডা মাথায় গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

ম্যাচের ৮৮তম মিনিটে আসে রিফাতের হ্যাটট্রিক গোল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বুদ্ধিদীপ্ত পাস রিসিভ করে বাঁ পায়ে দুর্দান্ত ফিনিশে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। রিফাতের এই হ্যাটট্রিকে নিশ্চিত হয় দলের ৪-০ গোলের বড় জয় এবং গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ওঠার গৌরব।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচে বাংলাদেশ মোট ৮টি গোল করেছে এবং একটি গোলও হজম করেনি। দুই ম্যাচেই ৪-০ গোলের জয়, কোনো গোল না খাওয়ার আত্মবিশ্বাস, আর রিফাতের মতো উদীয়মান তারকার পারফরম্যান্স—সব মিলিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন এখন একেবারে হাতের নাগালে।

এমআই