Advertisement
Us Bangla Airlines
জয়ের ম্যাচে মুশফিক-সোহানকে ছাড়িয়ে লিটনের রেকর্ড

জয়ের ম্যাচে মুশফিক-সোহানকে ছাড়িয়ে লিটনের রেকর্ড

খেলা ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮

ব্যাট হাতে বাইনারি সংখ্যার সাথে লিটনের সখ্যতা যেন একটু বেশি। চলতি বছরে ক্রিকেটের তিন সংস্করণে ৩৯ ইনিংস ব্যাট করা লিটন বাইনারি সংখ্যায় (০,১) আউট হয়েছেন ১২ বার। এর মধ্যে ৬ বার আউট হয়েছেন শূন্য রানে। সবশেষ আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হন তিনি। 

ডাক মারার লজ্জার দিনে গ্লাভস হাতে সবচেয়ে বেশি ডিসমিসালের নতুন রেকর্ড গড়েছেন লিটন দাস। ক্যারিবিয়ানদের বিপক্ষে উইকেটের পিছনে ৫ ডিসমিসাল ছিল তার। রভম্যান পাওয়েল, আন্দ্রে ফ্লেচার, রস্টন চেজ এবং গুদাকেশ মোতির ক্যাচ ধরার ম্যাচে নিকোলাস পুরানকে স্ট্যাম্পিং করেছেন লিটন কুমার দাস।

লিটন এমন কীর্তির পথে পেছনে পড়েছে তার নিজেরসহ নুরুল হাসান সোহান এবং মুশফিকুর রহিমের ৩ ডিসমিসালের রেকর্ড। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রথমবার তিন ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম। সোহানের দুই ডিসমিসাল ছিল ২০২১ বিশ্বকাপে পাপুয়া নিউগিনি এবং ২০২২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে। আর লিটন তার ৩ ডিসমিসাল পেয়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে।

গ্লাভস হাতে শুধু টেস্ট এবং টি-টোয়েন্টি সংস্করণে উইকেট পেছনে দায়িত্ব সামলান লিটন। ওয়ানডেতে এ দায়িত্বটা এখনো মুশফিকের দখলে। যদিও মুশির ইনজুরিতে ক্যারিবিয়ান সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন লিটন। 

চলতি বছরে গ্লাভস হাতে তিন সংস্করণে ৪২ ইনিংস দায়িত্ব পালন করা লিটন এখন পর্যন্ত ৬৪ ডিসমিসালের মালিক। এর মধ্যে উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন ৪৫টি, স্টাম্পিং করেছেন ৮টি। এক ইনিংসে সর্বোচ্চ ৫ ডিসমিসালের রেকর্ড গড়েছেন আজ।

এমআই