Advertisement
Us Bangla Airlines
চট্টগ্রামের ১১ জেলা নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

চট্টগ্রামের ১১ জেলা নিয়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

খেলা ডেস্ক

১৯ আগস্ট ২০২৫, ১৪:৫০

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগ। দেশের পূর্ব-দক্ষিণ অঞ্চলে অবস্থিত এই বিভাগের ১১ জেলা নিয়ে বিশ ওভারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে হবে ম্যাচগুলো আয়োজন করা হবে।

জানা গেছে, আগামী ২৮ আগস্ট শুরু হবে ১১ জেলার এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই দিনের বেলায় অনুষ্ঠিত হবে। তবে দুটি সেমিফাইনাল ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনাল হবে দিবারাত্রির। বিসিবি পরিচালক আকরাম খানের উদ্যোগেই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

টুর্নামেন্টের উদ্দেশ্য নিয়ে আকরাম খান বলেছেন, ‘চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকে নতুন ক্রিকেটার তুলে আনাই লক্ষ্য এই টুর্নামেন্টের। এতে বিভাগীয় দল নির্বাচনে আমাদের হাতে আরও বেশি খেলোয়াড় থাকবে। আমাদের পরিকল্পনা আছে, এখানে ভালো খেলা দু-একজন ক্রিকেটারকে আমরা এবারের এনসিএল টি-টোয়েন্টির চট্টগ্রাম দলে সুযোগ দেব।’

আকরাম খান জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়েরা যে ধরনের হোটেলে থাকেন, যে ধরনের সুযোগ-সুবিধা পান; এই টুর্নামেন্টের ক্রিকেটারদের জন্যও সেসব সুযোগ-সুবিধা থাকবে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের অর্ধেক খরচ বহন করবে বিসিবি ও বাকি অর্ধেক আসবে স্পনসরদের কাছ থেকে।

বিভাগীয় টুর্নামেন্টটির জন্য ইতোমধ্যে ছয়টি স্পনসরও জোগাড় করেছে আয়োজক সংস্থা। স্পনসর প্রতিষ্ঠানগুলো হলো- ইস্পাহানি, এবি ব্যাংক, ফর্টিস গ্রুপ, ক্লিফটন গ্রুপ, কন্টিনেন্টাল গ্রুপ ও এশিয়ান গ্রুপ। এর মধ্যে ক্লিফটন স্পনসর করবে শুধু খাগড়াছড়ি জেলা দলকে।

এছাড়া কুমিল্লা ও রাঙামাটি জেলা দলের স্পনসর ফর্টিস গ্রুপ; ফেনী ও লক্ষ্মীপুরের স্পনসর ইস্পাহানি; চট্টগ্রাম ও বান্দরবানের এশিয়ান গ্রুপ; চাঁদপুর ও নোয়াখালীর জন্য এবি ব্যাংক এবং ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলা দলের জন্য কন্টিনেন্টাল গ্রুপ স্পনসর হিসেবে কাজ করবে।

সবঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। ময়মনসিংহ ছাড়া যেখানে প্রতিটি বিভাগ আলাদা দল হিসেবে অংশ নেবে। তবে এর আগে চট্টগ্রামের আঞ্চলিক টুর্নামেন্টে পারফর্ম করতে পারলে এনসিএলে খেলার বড় সুযোগ থাকবে তামিম ইকবালের উত্তরসূরীদের সামনে।

এমআই