Advertisement
Us Bangla Airlines
এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন না তামিম-জাওয়াদরা

এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন না তামিম-জাওয়াদরা

খেলা ডেস্ক

১৯ আগস্ট ২০২৫, ১২:২৪

সেপ্টেম্বরেই মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। দেশের তিনটি ভেন্যুতে বিশ ওভারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। স্থানীয় ক্রিকেটারদের উন্নতিতে গেল মৌসুমে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তবে আসন্ন আসরে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না।

সবশেষ এনসিএলে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ছিলেন। তবে এবারের আসরে থাকবেন না যুবা দলের কোনো ক্রিকেটার। কারণ, চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাবে দলটি। পাঁচটি একদিনের ম্যাচ খেলে এরপর ১৬ সেপ্টেম্বরে দেশে ফিরে আসবে দল। এরপর নভেম্বরে রয়েছে এশিয়া কাপ, জানুয়ারিতে যুব বিশ্বকাপ।

বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের আগে যুব ক্রিকেটারদের টানা খেলার ধকল কমাতেই এনসিএল টি-টোয়েন্টিতে তাদের খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি ওয়ানডে ফরম্যাটের স্থিতি ধরে রাখতেই টি-টোয়েন্টিতে আনা হচ্ছে না তাদের। যদিও গেল আসরে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, ইকবাল হোসেন ইমন, সামিউন বশির রাতুলরা খেলেছিলেন।

টি-টোয়েন্টি ফরম্যাটে না খেললেও তারা চারদিনের এনসিএল ম্যাচে খেলবেন কি না, সেটা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আসন্ন এনসিএল টি-টোয়েন্টির পরে চারদিনের এনসিএল মাঠে গড়াবে। এশিয়া কাপের জন্য এবার দেশি তারকাদের ঘাটতি দেখা যাবে এই ঘরোয়া টুর্নামেন্টে।

এমআই