Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশসহ বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত

বাংলাদেশসহ বিশ্বকাপের ১৬ দল চূড়ান্ত

খেলা ডেস্ক

১৮ আগস্ট ২০২৫, ১৭:২৩

২০২৬ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১৬টি দল। জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য সব দলই এখন চূড়ান্ত। পূর্ণ সদস্য আয়োজক দেশ হিসেবে সরাসরি জায়গা পেয়েছে জিম্বাবুয়ে। পাশাপাশি গত আসরের শীর্ষ ১০ দলও সরাসরি খেলবে এবারের বিশ্বকাপে। 

যুব বিশ্বকাপের গত মৌসুমে সেরা দশে থাকায় বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হয়নি। ফলে বাংলাদেশসহ বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপ জয় নিয়েই কেবল চিন্তা করছে বাংলাদেশ

আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে পাঁচটি দল। আফ্রিকা অঞ্চল থেকে সুযোগ পেয়েছে তানজানিয়া। এশিয়া অঞ্চলে সমান পয়েন্টে থাকা দলগুলোর মধ্যে নেট রানরেটে এগিয়ে থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। 

পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে এসেছে জাপান। ইউরোপ অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড, তারা ফাইনালে হারিয়েছে নেদারল্যান্ডসকে। আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র উঠেছে শীর্ষে থেকে, যেখানে বাদ পড়েছে কানাডা, বারমুডা ও আর্জেন্টিনা। তবে বাছাইপর্বে ব্যর্থ হওয়ায় আয়োজক হয়েও খেলতে পারবে না নামিবিয়া। 

পাঁচ ম্যাচেই ১৪ উইকেট—বিশ্বকাপের মাঠে ফাহাদের ঝলক!

আইসিসির নিয়ম অনুযায়ী, শুধু পূর্ণ সদস্য আয়োজক দেশই সরাসরি অংশ নিতে পারে মূল টুর্নামেন্টে। নামিবিয়া সহযোগী দেশ হওয়ায় তারা এই সুযোগ হাতছাড়া করেছে।

উল্লেখ্য, বিশ্বকাপে মোট ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করে হবে গ্রুপ পর্ব। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল যাবে সুপার সিক্সে। সেখান থেকে দুটি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। যুব ওয়ানডে বিশ্বকাপে ২০২০ সালে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

একনজরে বিশ্বকাপের ১৬ দল

বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান (এশিয়া), তানজানিয়া (আফ্রিকা), জাপান (পূর্ব এশিয়া-প্যাসিফিক), স্কটল্যান্ড (ইউরোপ) ও যুক্তরাষ্ট্র (আমেরিকা)।

এমআই