
পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ
খেলা ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৯:৫২
২০২৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে আজিজুল হাকিম তামিমের দল। ইংলিশ মাটিতে আগামী সেপ্টেম্বর মাসে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুব টাইগাররা।
সফরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর, লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচও একই মাঠে, ৭ সেপ্টেম্বর। এরপর ১০ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর, লন্ডনের বেকেনহামে অবস্থিত কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে।
ইংল্যান্ড সিরিজের আগে অবশ্য আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আয়ারল্যান্ডের মাটিতে ৩ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাওয়াদ-তামিমেরা। সেখান থেকে ইংল্যান্ডে পাড়ি জমাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ইংল্যান্ড সিরিজের পর ১৪ থেকে ২১ সেপ্টেম্বর বিশ্রামে থাকবে টাইগাররা।
বিশ্বকাপ জয়ের প্রস্তুতি সারতে কোনো ফাঁকফোকর রাখছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব টাইগারদের চোখ এখন কেবলই বিশ্বকাপ জয় জানিয়ে টাইগার অধিনায়ক তামিম বলেন, ‘সবকিছুই ওপরে আল্লাহর হাতে। এক বছর ধরে আমরা কঠোর পরিশ্রম করছি। মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে আমরা বিশ্বকাপটা নিয়ে চিন্তা করছি।’
ইংল্যান্ড সিরিজ নিয়ে তিনি আরও বলেন, ‘অবশ্যই ওইটা একটা আমার কাছে মনে হয় বেশ রোমাঞ্চকর। অবশ্যই আমরা আমাদের ভালো ক্রিকেট দেয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহ্ ভরসা।’
উল্লেখ্য, মাস কয়েক আগে শ্রীলঙ্কায় ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। পরে আফ্রিকা ও জিম্বাবুয়ে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
প্রথম ওয়ানডে |
৫ সেপ্টেম্বর |
লাফবোরো |
দ্বিতীয় ওয়ানডে |
৭ সেপ্টেম্বর |
লাফবোরো |
তৃতীয় ওয়ানডে |
১০ সেপ্টেম্বর |
ব্রিস্টল |
চতুর্থ ওয়ানডে |
১২ সেপ্টেম্বর |
বেকেনহাম |
পঞ্চম ওয়ানডে |
১৪ সেপ্টেম্বর |
বেকেনহাম |