Advertisement
Us Bangla Airlines
২৭ বলে ৫৩ করে ম্যাচ জেতালেন ইয়াসির আলী

২৭ বলে ৫৩ করে ম্যাচ জেতালেন ইয়াসির আলী

খেলা ডেস্ক

০৭ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারের ম্যাচে রোমাঞ্চকর এক জয় ছিনিয়ে নিয়েছে চট্টগ্রাম বিভাগ। প্রথম ছয় ওভারে মাত্র ৪০ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলে দলটি। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৪২ বলে ৮০ রান। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ তখন প্রায় পুরোপুরি ঢাকার হাতে। তবে সেই কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে হাল ধরেন অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

চট্টগ্রাম দলপতির ঝড়ো হাফসেঞ্চুরি আর ইরফান শুক্কুরের ছোট্ট ক্যামিও ইনিংসে ভর করে ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় চট্টগ্রাম। তাতে এনসিএলের পয়েন্ট টেবিলের ওপরের দিকে নিজেদের জায়গা স্থায়ী করল বন্দর নগরীর দলটি।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভারে তোলে ১১৯ রান তুলে ঢাকা বিভাগ। টস জিতে চট্টগ্রাম ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলে, শুরুতেই জিসান আলম ও আশিকুর রহমান শিবলি মাত্র ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী জুটি গড়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। জিসান ৭ বলে ২১ রানের ইনিংসে মারেন ৩ চার ও ১ ছক্কা, আর শিবলি করেন ৮ বলে ১৬ রান। 

এরপর আরিফুল ইসলাম (১৩ বলে ২৩), মোসাদ্দেক হোসেন (২৭ বলে ৩২) ও শুভাগত হোম (৭ বলে ১০) মিলে সম্মিলিতভাবে দলকে এনে দেন লড়াই করার মতো পুঁজি। চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ তিন ওভারে ২১ রান দিয়ে শিকার করেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে চট্টগ্রাম। মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে দলটি। মাহফুজুর রাব্বির ঘূর্ণিতে পরপর সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও সাদিকুর রহমান। এরপর শাহাদাত হোসেন দিপুও রানের খাতা না খুলেই ফেরেন। কিন্তু ইয়াসির আলী ও ইরফান শুক্কুর ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছেন।

ইরফান শুক্কুর মাত্র ১৫ বলে করেন ৩০ রান, তিনটি ছক্কার দাপটে দলকে এনে দেন গতি। পরে ব্যাটিং ঘাটতির শঙ্কা জাগলেও ইয়াসিরকে সঙ্গ দেন নাঈম হাসান। নির্ভার ব্যাটিংয়ে ২৭ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইয়াসির, যার মধ্যে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। তার স্ট্রাইকরেট ১৯৬-এরও বেশি। 

এমআই