Advertisement
Us Bangla Airlines
বিসিবির পরিচালক হওয়া কে এই রুবাবা দৌলা?

বিসিবির পরিচালক হওয়া কে এই রুবাবা দৌলা?

খেলা ডেস্ক

০৭ অক্টোবর ২০২৫, ১৮:২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছেন কর্পোরেট জগতের পরিচিত মুখ রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হিসেবে তার বোর্ডে যোগ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত।

কর্পোরেট ও ক্রীড়াজগতের অভিজ্ঞতা থাকা রুবাবার নাম এসেছে এমন একটি সময়, যখন এনএসসির আগের মনোনীত প্রার্থী ইসফাক আহসানকে ঘিরে বিতর্ক দানা বাঁধে। আওয়ামী লীগ সরকারের অতীত সংযোগ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়ে রাতারাতি ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে এনএসসি। তার জায়গাতেই এবার আসছেন রুবাবা দৌলা।

নারী প্রতিনিধি না থাকায় বোর্ডে একজন নারী পরিচালক অন্তর্ভুক্তির তাগাদা ছিল। সেই দিক থেকেও রুবাবার মনোনয়ন তাৎপর্যপূর্ণ। বর্তমানে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন রুবাবা।

বিসিবির পরিচালক হওয়া কে এই রুবাবা দৌলা?

এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো বড় টেলিকম কোম্পানির শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। দেশের কর্পোরেট অঙ্গনে তিনি বহুদিন ধরেই সুপরিচিত এক নাম।

তবে শুধুই কর্পোরেট নয়, খেলাধুলার সঙ্গেও রয়েছে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। 

ক্রিকেটের সঙ্গেও ছিল তার সম্পৃক্ততা—২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত যখন গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল, তখন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ক্রিকেট-সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ছিলেন রুবাবা। এবার একজন অভিজ্ঞ নারী কর্পোরেট নেতৃত্ব হিসেবে সরাসরি ক্রিকেট বোর্ড পরিচালনার দায়িত্বে আসছেন তিনি।

এনসিসির মনোনয়নে রুবাবার আগমন, বিসিবির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই বিবেচিত হতে পারে। কারণ, বিসিবির পরিচালনা পর্ষদে তিনিই প্রথম নারী পরিচালক।

এমআই