
বিসিবির নির্বাচন পেছানোসহ ক্রীড়া উপদেষ্টার কাছে তিন প্রস্তাব
খেলা ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ১৮:২৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের প্রার্থীতা গতকাল প্রত্যাহার করেছিলেন তামিমসহ মোট প্রার্থী। তবে তালিকা চূড়ান্ত হওয়ার পরদিনই নির্বাচন পেছানোর প্রস্তাব নিয়ে আবার বিসিবিতে হাজির হলেন রফিকুল ইসলাম বাবু। একদিন আগেই তিনিও নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন পেছানো, বাতিল হওয়া কাউন্সিলরদের সুযোগ দেওয়া এবং প্রয়োজনে অ্যাডহক কমিটি গঠনের তিনটি প্রস্তাব তুলে ধরেন তিনি। বিসিবিতে রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, ‘এখন যে ভোটের তারিখ আছে, সেটাকে নিয়ম-নীতির মধ্য দিয়ে পিছিয়ে দেওয়া যেতে পারে। রিশিডিউল করলে যারা যোগ্য কিন্তু বাদ পড়েছেন, বা যাদের কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না এটা সম্ভব কি না, তবে অ্যাডহক কমিটি করেও কিছুদিন বিসিবি পরিচালনা করা যেতে পারে। ক্রিকেটের স্বার্থে সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য সেটা বিবেচনায় আনা উচিত। এই দাবিগুলোই আমরা আমাদের অভিভাবক ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই।’
বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী, গতকাল (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। সকালে বিসিবিতে হাজির হয়ে প্রথমে তামিম ইকবাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। এরপর একে একে আরও ১৪ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাঁদের অনেকেই ছিলেন পরিচালকের দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী।
নির্বাচন কমিশন প্রার্থী তালিকা চূড়ান্ত করলেও, নির্বাচন ঘিরে বিতর্ক এখনো শেষ হয়নি। রফিকুল ইসলামের মতো একাধিক ব্যক্তি চাইছেন, আদালতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান বের হোক।
এমআই