
তাওহীদ হৃদয়কে নিয়ে সুখবর নেই
খেলা ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৬
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও খেলা অনিশ্চিত তাওহীদ হৃদয়ের। জ্বরে ভুগছেন তিনি, এখনও অ্যান্টিবায়োটিকস নিচ্ছেন। যদিও আগের চেয়ে কিছুটা ভালো আছেন বলে জানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মাঠে যাওয়ার পর তার খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, জ্বর কেটে গেলেও দুর্বলতা থাকতে পারে। এ অবস্থায় আজকের ম্যাচেও তাকে নাও দেখা যেতে পারে।
প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। ওপেনার ইমন (৫৪) ও তানজিদ (৫১) দুর্দান্ত শুরু এনে দেন। শেষ দিকে সোহান ও রিশাদের ক্যামিও ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দল। আফগানদের পক্ষে রশিদ খান নেন ৪ উইকেট।
আজ শুক্রবার (৩ অক্টোবর) শারজাহতে রাত সাড়ে ৮টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।
এমআই