
আফগানিস্তানের বিপক্ষেও নেই লিটন, অধিনায়ক জাকের
খেলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। ইনজুরির কারণে এই সিরিজেও থাকছেন না লিটন দাস।
এশিয়া কাপ চলাকালে পাওয়া চোট পুরোপুরি না সারায় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। ফলে আবারও দলের নেতৃত্বে দেখা যাবে জাকের আলী অনিককে। এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অধিনায়কত্ব করেছিলেন তিনি।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, ‘এশিয়া কাপে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিটন। এমআরআই স্ক্যানে দেখা গেছে, তার বাঁ পাশে পেটের পেশিতে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাই আফগানিস্তান সিরিজেও তাকে পাওয়া যাচ্ছে না। আমরা তার রিহ্যাব পর্যবেক্ষণ করছি।’
লিটনের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের ফেরা হচ্ছে প্রায় এক বছর পর। আফগানিস্তান সিরিজের দলে এটিই একমাত্র পরিবর্তন।
সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে, যেখানে বাংলাদেশ ও আফগানিস্তান খেলবে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর, বাকি দুটি ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
একনজরে বাংলাদেশের স্কোয়াড
জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
এমআই