
১১ রেকর্ড ভাঙার অপেক্ষায় অভিষেক শর্মা
খেলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮
টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল আজ। ৪১ বছরের এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম লড়াই করবে ভারত-পাকিস্তান। তবে এই ম্যাচে আলাদা নজর থাকবে অভিষেক শর্মার ওপর। আইসিসির র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় এই ওপেনার এ ফরম্যাটে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফাইনালেও তার সামনে রয়েছে ১১টি রেকর্ড গড়ার সুযোগ।
আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। টুর্নামেন্টে ৬ ম্যাচে ৩০৯ রান করে গড় করেছেন ৫১.৫০ ও স্ট্রাইকরেট ২০৪.৬৩, যা ভারতীয় দলের জন্য বড় ভরসা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ৬ ম্যাচে ৩১৯ রান করেছিলেন। আজ মাত্র ১১ রান করলেই অভিষেক শর্মা তাকে ছাড়িয়ে যাবেন।
বিশ্বের যেকোনো টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার রেকর্ড ইংল্যান্ডের ফিল সল্টের। ৫ ম্যাচে ৩৩১ রান করেছিলেন এই ইংলিশ ব্যাটার। অভিষেক তার থেকে মাত্র ২২ রান পিছিয়ে আছেন। পাকিস্তানের বিপক্ষে ২২ রান করলেই শেষ রেকর্ড ছুঁবেন তিনি।
অভিষেক যদি ৯৪ রান করেন, তবে নতুন রেকর্ড গড়তে পারবেন। আর ৯১ রান করলেই পূর্ণ সদস্য দেশের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৪০০ রান করার নজির গড়বেন।
এদিকে টানা ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৩০+ রানের ইনিংস খেলার রেকর্ডও এখন তিনজনের দখলে—অভিষেক শর্মা, মোহাম্মদ রিজওয়ান ও রোহিত শর্মা। আজকের ম্যাচে এই রেকর্ড ভাঙার সুযোগও রয়েছে তার সামনে। দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক এই রেকর্ডটি অবশ্যই নিজের করতে চাইবেন।
এশিয়া কাপের ইতিহাসেও অভিষেকের নাম স্মরণীয় হয়ে থাকবে। ভারতের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সর্বোচ্চ ৩৭২ রান করার রেকর্ড রয়েছে সুরেশ রায়নার নামে। আজ ৬৪ রান করলেই এই রেকর্ড ভেঙে দিতে পারবেন অভিষেক। যদিও তার সামনে আরও চার ব্যাটার রয়েছেন।
এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ রান রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সুরিয়ার নামে—৩৭৮ রান। ৭০ রান করলেই তাকে ছাড়িয়ে যাবেন অভিষেক। এছাড়া নির্দিষ্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৫ বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও রয়েছে কানাডার অ্যারন জনসনের নামে। ইতোমধ্যে অভিষেক এই আসরে ৫০টি বাউন্ডারি হাঁকিয়েছেন।
গত তিন ম্যাচেই তিনি ৫০+ রানের ইনিংস খেলেছেন। আজকের ম্যাচে ভালো করলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারাবাহিক ফিফটির সর্বোচ্চ রেকর্ড গড়তে পারেন। এছাড়া এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কার (৪৩৪ রান, ১২ ম্যাচ) এবং ভারতের বিরাট কোহলি (৪২৯ রান, ১০ ম্যাচ) থেকেও এগিয়ে যেতে পারেন।
ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ে অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ের সামনে থাকবে সমগ্র ক্রিকেট বিশ্ব। দেখার পালা, কয়টি রেকর্ডে নাম লেখাতে পারেন টি-টোয়েন্টির সেরা ব্যাটার।
এমআই