Advertisement
Us Bangla Airlines
অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:১০

আগামী অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ১৫ অক্টোবর ক্যারিবিয়ানরা বাংলাদেশে পা রাখবে এবং ১৮ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পুরো সিরিজটি শেষ হবে ১ নভেম্বর।

তিনটি ওয়ানডের মধ্যে দুটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাকি একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের মাঠে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এমন সাফল্য এসেছিল। তবে ওই সফরের ওয়ানডে সিরিজে ঠিক উল্টো ফল হয়— হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। আর দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়।

এদিকে অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। একই মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। আফগান-ক্যারিবিয়ানদের পরে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে লিটন-মিরাজরা।

এমআই