
বুলবুলের চমক, বিসিবি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
খেলা ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেবেন না বলে একাধিকবার জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নির্দিষ্ট মেয়াদ শেষেই দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। যদিও নির্বাচন ছাড়া বিসিবির সভাপতি পদে দায়িত্ব পালনে আপত্তি ছিল না তার। তবে এবার ভোল পাল্টে বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় বুলবুল স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন এবং এই সময়েই নির্বাচন করার কথা প্রকাশ করেন। বিসিবি নির্বাচন করা প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম ছিল বুলবুলের। ক্রিকেটীয় ক্যারিয়ার ছাড়ার পর আইসিসিতে সংগঠক হিসেবে কাজ করেছেন তিনি। কিন্তু দেশের ক্রিকেটে উপেক্ষিত ছিলেন সাবেক এই ক্রিকেটার। অবশেষে অন্তর্বতী সরকারের দায়িত্বকালীন সময়ে তিন মাসের জন্য বিসিবির দায়িত্ব পেয়েছেন বুলবুল।
ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েই টি-টোয়েন্টি ইনিংস খেলার কথা জানিয়েছিলেন সাবেক এই ক্রিকেটার। এরপরই বিসিবি ছাড়ার কথা ছিল তার। এমনকি বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার নিজেই বলেছিলেন, অল্প সময়ের জন্য বোর্ডে এসেছেন তিনি। তবে বিসিবিতে এই কয়েক মাস কাজ করার পর মানসিকতা বদলেছে বুলবুলের।
গত কয়েক দিন ধরেই তার এক বক্তব্য ঘিরে গুঞ্জন ছিল, বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। সেটাই সত্যি হতে যাচ্ছে। আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। গতকাল বিসিবির নির্ধারিত বৈঠক শেষে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমআই