Advertisement
Us Bangla Airlines
‘ওপেনার হিসেবে উইকেট বোঝার চেষ্টা করছি’

‘ওপেনার হিসেবে উইকেট বোঝার চেষ্টা করছি’

খেলা ডেস্ক

২১ জুন ২০২৫, ২০:৫৯

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতে পরিবর্তন এসেছিল। পাপনের পরিবর্তে সভাপতি পদে বসেছিলেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। মাত্র ৯ মাস পরে বিসিবিতে রদবদল আনে সরকার। কয়েক মাসের জন্য বিসিবির সভাপতি পদে জায়গা পেয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

বুলবুল যখন দেশের ক্রিকেটের শীর্ষ চেয়ারে বসেছেন তখন সময় হাতে ছিল মাত্র সাড়ে তিন মাস। তিনি নিজেই জানিয়েছিলেন, খুব দ্রুত একটা টি-টোয়েন্টি খেলে যেতে চান। বিসিবিতে ইতোমধ্যে ২০ দিন পার করেছেন নতুন সভাপতি। তাতে আঞ্চলিক ক্রিকেটের মান উন্নয়ন, বিপিএলের ভেন্যু বৃদ্ধিসহ একাধিক পরিকল্পনা সেরেছেন তিনি।

আজ গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘আমি ওপেনার ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমেছি। নতুন বলে খেলছি, উইকেট বোঝার চেষ্টা করছি। আজ ২০ দিন হলো উইকেট বোঝার চেষ্টা করেছি। এখন আমি বোঝার চেষ্টা করছি যে বোলারের বিপক্ষে খেলছি সেই বোলারের কি কি টেকটিকস আছে। আমি এখনও শিখছি।’

যখন বুলবুলের সময় ফুরোবে তখন তিনি বিসিবিকে কোথায় দেখতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যে পরিকল্পনাগুলো করেছি সেগুলো যদি কমপেক্ষ ২০ শতাংশ সম্পন্ন করতে পারি, তাহলে সেটাই হবে আমার জন্য বড় সাফল্য।’

এমআই