Advertisement
Us Bangla Airlines
অভিষেকেই আইচ মোল্লার ফিফটি, জয় পেল দুই ঢাকা

অভিষেকেই আইচ মোল্লার ফিফটি, জয় পেল দুই ঢাকা

খেলা ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৫

জাতীয় লিগ টি–টোয়েন্টিতে আজ জয় পেয়েছে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিলেট বিভাগকে ২৩ রানে হারিয়েছে ঢাকা মহানগর। ম্যাচের নায়ক অভিষেক ম্যাচে ফিফটি হাঁকানো আইচ মোল্লা।

প্রথমে ব্যাট করে ঢাকা মহানগর তোলে ৩ উইকেটে ১৬১ রান। ওপেনার নাঈম শেখ ৩২ বলে করেন ৩৬ রান। এরপর সাদমান ইসলাম ও আইচ মোল্লা মিলে গড়েন ৯৬ রানের জুটি। ইনিংসের শেষ বলে ইবাদত হোসেনকে ছক্কা মেরে ৩৩ বলে ৫৩ রানের দারুণ ইনিংস শেষ করেন আইচ। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সিলেট বিভাগ ৯ উইকেটে ১৩৮ রানেই থেমে যায়। মহানগরের শহীদুল ইসলাম ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচসেরা আইচ মোল্লা ব্যাটিংয়ের পাশাপাশি নিয়েছেন ১টি উইকেটও।

দিনের অন্য ম্যাচে ঢাকা বিভাগ ৯ উইকেটে ১৫০ রান করে। রান তাড়ায় রাজশাহী বিভাগ থেমে যায় ১২২ রানে। ঢাকার হয়ে নাজমুল ইসলাম ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এ জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা বিভাগ।

এমআই