Advertisement
Us Bangla Airlines
৩৫ বলে সেঞ্চুরি করে বিশ্ব সেরাদের তালিকায় সোহান

৩৫ বলে সেঞ্চুরি করে বিশ্ব সেরাদের তালিকায় সোহান

খেলা ডেস্ক

১৫ নভেম্বর ২০২৫, ১৮:১৬

কাতারের দোহায় ব্যাট হাতে যেন আগুন ঝরালেন বাংলাদেশের তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান। ইনিংসের শুরুটা যদিও ধীরগতির ছিল—আতিক ইকবালের প্রথম দুটি বলেই রান পাননি তিনি। কিন্তু তৃতীয় বল থেকেই শুরু হয় ছক্কার ঝড়। প্রথম ওভারেই তিনটি ছক্কা হাঁকিয়ে নিজের আগ্রাসনের জানান দেন সোহান।

এরপর বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ২৪ বলে ৮৮ রান তুলেছিলেন টাইগার ওপেনার। স্বীকৃত টি–টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়তে তার প্রয়োজন ছিল মাত্র ২ বলে ১২ রান। তা করতে পারলে সাহিল চৌহানের পাশে যৌথভাবে রেকর্ডের মালিক হতেন। শেষ পর্যন্ত তা সম্ভব না হয়ে ওঠেনি।

বিশ্বরেকর্ড গড়তে না পারলেও সোহান ঠিকই জায়গা করে নিয়েছেন ক্রিকেটের ঝকঝকে এক তালিকায়। কিঞ্চিত শাহর বলে সিঙ্গেল নিয়ে ৩৫ বলে ক্যারিয়ারের প্রথম টি–টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মাইলফলকও বটে।

৩৫ বলেই সোহানের সেঞ্চুরি, ১১ ওভারেই জয় পেল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা, ডেভিড মিলার, মার্টিন গাপটিল, খুশদিল শাহ, ডেওয়াল্ড ব্রেভিস ও বৈভব সূর্যবংশীরা। এবার তাদের নাম লেখালেন বাংলাদেশের সোহানও। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে পচেস্ট্রুমে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন মিলার। একই সংখ্যক বলে ২০১৮ সালে সেঞ্চুরি করেছিলেন রোহিত।

বিশ্ব রেকর্ড হাতছাড়া হলেও বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে আজ নতুন দ্রুততম সেঞ্চুরিয়ান হলেন সোহান। ভেঙে দিয়েছেন পারভেজ হোসেন ইমনের ৪২ বলে করা শতককে। ২০২০ সালের বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ইমন করেছিলেন সেই সেঞ্চুরি, যা দীর্ঘদিন ছিল দেশসেরা।

বাংলাদেশের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানদের তালিকা এখন—সোহান, ইমন ও লিটন দাস। ২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন বর্তমানে জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস।

এমআই