Advertisement
Us Bangla Airlines
রশিদ-নবীদের হারাতে যে পরিকল্পনা করছে বাংলাদেশ

রশিদ-নবীদের হারাতে যে পরিকল্পনা করছে বাংলাদেশ

খেলা ডেস্ক

০১ অক্টোবর ২০২৫, ২১:২১

এশিয়া কাপ শেষ হলেও সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেনি বাংলাদেশ দল। কারণ সেখানেই শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল। প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে আসেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক। 

ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতেই এই সিরিজে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে ব্যাটিং ইউনিটের সামষ্টিক পারফরম্যান্সে। জাকের জানালেন, নির্দিষ্ট দিনে সেরা পারফরম্যান্সটাই মূল চ্যালেঞ্জ। আগের সিরিজে দল হিসেবে ভালো খেলতে না পারার কথা স্বীকার করে তিনি বলেন, এবার পরিকল্পনা আরও গোছানো, মনোযোগ থাকবে ব্যাটিং দিকেই।

এশিয়া কাপে ব্যাট হাতে নজর কেড়েছেন সাইফ হাসান। ভারতের বিপক্ষে তার ৬৯ রানের ইনিংসই হয়ে উঠেছে দলের বড় প্রেরণা। জাকের বলেন, ‘সাইফ খুব ভালো করছে। আমরা চাই, এই সিরিজেও সে বড় রান করুক। তার পাশাপাশি অন্যান্য ব্যাটারদের কাছ থেকেও বড় অবদান দরকার।’

সিরিজ শুরুর আগে দলে সৌম্য সরকারকে পাওয়ার ব্যাপারে আশাবাদ জানানো হয়েছে। ভিসা জটিলতায় এখনো দলে যোগ দিতে পারেননি তিনি। তবে বিসিবি বিষয়টি দেখভাল করছে এবং দ্রুত সমাধান হবে বলেই প্রত্যাশা করছেন অধিনায়ক।

রশিদ খান ও মোহাম্মদ নবীর মতো আফগান তারকাদের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ। প্রকাশ্যে তাদের নাম না বললেও, পুরো ব্যাটিং ইউনিট ঘিরেই পরিকল্পনা সাজানোয় স্পষ্ট—এই স্পিন-ভিত্তিক বোলিং আক্রমণই টাইগারদের প্রধান ভাবনার জায়গা।

এমআই