
টি-টোয়েন্টিতে এমন পরাজয় আগে দেখেনি কেউ!
খেলা ডেস্ক
২০ মে ২০২৫, ১২:০৯
টি-টোয়েন্টিতে ২০০ এর বেশি রান তাড়া করে একবারই জিতেছিল বাংলাদেশ। ২০১৮ সালে নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কার বড় রান তাড়া করতে গিয়ে ২১৫ রান করে মুশফিক-রিয়াদরা। কুড়ি ওভারের ক্রিকেটে এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। তবে গতকাল দুই শতাধিক রান করেও প্রথম পরাজয় গুনেছে টাইগার ক্রিকেটাররা।
আরব আমিরাতের বিপক্ষে গতকাল ২০৫ রান করেছিল বাংলাদেশ দল। বিশ ওভারের ক্রিকেটে এ নিয়ে পাঁচ বার ২০০ রানের গণ্ডি পেরিয়েছে লিটনরা। টি-টোয়েন্টিতে ২০০ রান করেছে, এমন কোনো ম্যাচ আগে কখনো হারেনি লাল-সবুজের দল। গতকাল আমিরাতের বিপক্ষে রান পাহাড় গড়েও পরাজয় গুনেছে ফিল সিমন্সের শিষ্যরা।
এদিন শুরু ব্যাট করতে নেমে তানজিদ তামিমের আগ্রাসী ফিফটিতে ২০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। বিপরীতে জবাব দিতে নেমে অধিনায়ক ওয়াসিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় আরব আমিরাত। বাংলাদেশকে হারাতে নতুন রেকর্ডও গড়েছে মরুর দেশের দলটি।
টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো আইসিসির সহযোগী কোনো দেশ টেস্ট প্লেয়িং দেশের ২০০ এর বেশি দেয়া টার্গেট তাড়া করে ম্যাচ জিতেছে। এর আগে টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে সহযোগী দেশের সর্বোচ্চ রানতাড়া ছিল ১৯১ রানের। ২০১৫ সালে জিম্বাবুয়ের দেয়া এই টার্গেট চেজ করে ম্যাচ জেতে আফগানিস্তান।
আরব আমিরাতের মাঠে এবারই প্রথম ২০০ এর বেশি রান তাড়া করে জিতেছে কোনো দল। এর আগে ২০২২ এশিয়া কাপে ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ বল হাতে রেখেই জিতেছিল শ্রীলঙ্কা। দুর্ভাগ্যবশত সেই ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ দল।
এমআই