সুপার ওভারে বৈভবকে কেন নামানো হয়নি?
খেলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ১৯:০৯
রোমাঞ্চের জন্ম দিয়েছে রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল। ম্যাচ গড়ায় সুপার ওভারে, আর সেখানে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে ভারতীয় সমর্থকদের সবচেয়ে বড় আলোচনার জায়গা—সুপার ওভারে কেন খেলানো হয়নি বৈভব সূর্যবংশীকে?
প্রতিযোগিতার অন্যতম ফর্মে থাকা ব্যাটারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে না নামানোয় বিস্ময় ছড়িয়েছে ভারতের ভেতরেও। ম্যাচশেষে এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক জিতেশ, আর সেই ব্যাখ্যাই আরও প্রশ্ন তুলেছে।
জিতেশ বলেন, ‘বৈভব আর প্রিয়াংশ পাওয়ার প্লেতে খেলতে বেশি অভ্যস্ত। কিন্তু ডেথ ওভারে আমি, আশু আর রমন ভালো মারতে পারি। তাই সুপার ওভারের জন্য আমরা নিজেদের তিনজনকেই বেছে নিয়েছি।’ কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন গল্প। সুপার ওভারে নির্ভর করা তিন ব্যাটারের কেউই একটাও রান তুলতে পারেননি।
প্রথম বলেই স্কুপ মারতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান জিতেশ। পরের বলেই আকাশে তুলে আউট আশুতোষ। আর রমন পাইনি ব্যাট করার সুযোগ। অন্যদিকে মূল ম্যাচে রান পেয়েছিলেন দুই ওপেনারই—প্রিয়াংশ ও বৈভব। তবুও সুপার ওভার থেকে বাদ পড়েন তারা।
শুধু বাদই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে—যে ব্যাটার প্রথম ম্যাচে ৪২ বলে ১৪৪ করেছিল, পাকিস্তানের বিপক্ষে ৪৫ রান, সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৩৮ রান; সেই বৈভবকে কীভাবে উপেক্ষা করা হলো? বৈভবের সাম্প্রতিক ফর্মও ছিল আগুনঝরা। ওমানের বিপক্ষে কম রান পেলেও পুরো প্রতিযোগিতায় ছিলেন ধারাবাহিক।
এমনকি আইপিএলেও রয়েছে তার শতরান। এইসব কারণেই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনায় পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবুও পরাজয়কে মাথায় রাখতে নারাজ জিতেশ।
ম্যাচশেষে বলেন, ‘দারুণ ম্যাচ হয়েছে। অনেক শেখলাম। সব দোষ আমার—সিনিয়র হিসেবে ম্যাচ শেষ করা উচিত ছিল। হার নয়, শিক্ষা নিয়ে ফিরতে চাই। এই দলই একদিন বিশ্বকাপ জিততে পারে।’
এমআই