Advertisement
Us Bangla Airlines
সাকিবকে ছাড়িয়ে সবার ওপরে তাইজুল

সাকিবকে ছাড়িয়ে সবার ওপরে তাইজুল

খেলা ডেস্ক

২২ নভেম্বর ২০২৫, ১৫:২১

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে জন্ম নিল নতুন ইতিহাস। দীর্ঘদিন ধরে সাকিব আল হাসানের দখলে থাকা সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড আজ ভেঙে উঠেছেন তাইজুল ইসলাম। ২৪৮ উইকেট নিয়ে এখন তিনিই বাংলাদেশের টেস্ট ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার।

গতকাল সাকিবের ২৪৬ উইকেটের রেকর্ড স্পর্শ করেছিলেন তাইজুল। আজ (শনিবার) মিরপুরে আইরিশ ওপেনার অ্যান্ড্রু বালবার্নিকে ফিরিয়ে রেকর্ডটি নিজের করে নেন তিনি। এরপর স্টার্লিংকে আউট করে উইকেট সংখ্যার আরও সংগ্রহ বাড়িয়ে নেন। টেস্ট ক্রিকেটে বর্তমানে তাইজুলের উইকেট ২৪৮টি।

দেশের সফলতম টেস্ট বোলার হওয়ার পর তার সামনেই এখন আরেকটি মাইলফলকের হাতছানি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন তাইজুল। তালিকায় এরপরেই আছেন সাকিব (২৪৬), মিরাজ (২০৯*) ও মোহাম্মদ রফিক (১০০)।

মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান তুলে ঘোষণা দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসের লিড মিলিয়ে আইরিশদের সামনে দাঁড় করানো হয় ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য। সেই লক্ষ্য তাড়া করতে নেমেই তাইজুলের ঘূর্ণিতে শুরুতেই ভোগে সফরকারীরা।

এর আগে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৭৬ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সেই স্পেলেই তিনি ছুঁয়েছিলেন সাকিবের রেকর্ড। আজ দ্বিতীয় ইনিংসের প্রথম আঘাত দিয়ে উঠলেন দেশের বোলিং ইতিহাসের শীর্ষে।

২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাইজুলের। এক দশকের পথচলায় ৫৭ টেস্টে তার ঝুলিতে এখন ২৪৮ উইকেট, এটাই বাংলাদেশের টেস্ট ইতিহাসের নতুন মানদণ্ড।

এমআই